# মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুর উপজেলা জাহানাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৭ মার্চ) বিকালে জাহানাবাদ প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়ায় অংশ নেন বিএনপির নেতাকর্মীরা।
জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান সভাপতিত্বে ও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ এর সার্বিক সহোযোগিতায় উপস্থিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহ সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন বিশেষ অতিথি ছিলেন এ্যাড: তোফাজ্জুল হোসেন তপু, সাবেক চেয়ারম্যান ইসলাম আলী সরদার , উপজেলা বিএনপি সভাপতি শামীমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব অর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, শাহীন আক্তার শামসুজ্জোহা, সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক কাজিম উদ্দিন, শ্রমিক দলের আহ্বায়ক মোজাম্মেল হক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর,প্রভাষক মতিউর রহমান , সদস্য সচিব মাসুদ রানা , অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ ।#