1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারায় পরীক্ষা কেন্দ্র থেকে সাংবাদিককে বের করে দিলো ইউএনও ‘আমার বাবাকে সুপারমডেলদের মতো দেখতে, আমরা এমনই ফর্সা ও সুন্দর’, ফের বিতর্কে উর্বশী গোদাগাড়ী সাব রেজিস্ট্রারের কার্যালয়ে দুদকের হানা, নথিপত্র তলব ফলোআপ: বাঘায় ভুট্রার পাতা কাটায় যুবক হত্যাকান্ডের আসামী গিয়াস গ্রেপ্তার অমিত শাহকে নিয়ন্ত্রণ করুন, মোদীকে অনুরোধ মমতার! টানলেন বাংলাদেশের প্রসঙ্গ, সঙ্গে ‘ইন্ডিয়া’-ঐক্যেরও ডাক ইরানকে পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ‘বাতিল’ করতে হবে : ট্রাম্পের দূত ট্রাম্পের কড়া সমালোচনা করলেন বাইডেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম  শরীফ উদ্দিনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কুষ্টিয়ায় অস্ত্র-গুলিসহ  ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার  কুষ্টিয়ার আমতলায় ট্রাকের ধাক্কায়, ভ্যানচালক নিহত

ভবিষ্যৎ নিয়ন্ত্রণে নেই, অতীত নিয়ে কষ্ট পেয়ে লাভ নেই: শ্রীমার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 ছবি: সংগৃহীত।

সবুজনগর অনলাইন ডেস্ক:

গত বছর কঠিন সময় পার করেছেন শ্রীমা ভট্টাচার্য। পায়ে গুরুতর চোট পেয়ে কাজ ছাড়তে হয়েছিল অভিনেত্রীকে। তার পর কেটে গিয়েছে অনেকটা সময়। শ্রীমার সমাজমাধ্যম জুড়ে শুধুই বেড়ানোর ছবি। আন্দামান, মেঘালয়, কখনও আবার তাইল্যান্ড ভ্রমণের ছবি। মহাকুম্ভেও পৌঁছেছিলেন পরিবার নিয়ে। কখনও আবার ঘুরে এসেছেন কলকাতা শহরেরই বিভিন্ন মন্দির থেকে। এই কয়েক দিনের সফরে নিজেকে নতুন করে খুঁজে পেয়েছেন শ্রীমা।

শ্রীমার কোনও পোস্ট যন্ত্রণা থেকে সেরে ওঠার বার্তা দেয়, কোথাও আবার জীবনের পথে এগিয়ে চলার কথাও বলেছেন তিনি। আনন্দবাজার ডট কমকে তিনি বলেছেন, “পায়ে চোট লাগার পরে আমাকে অনেকগুলো মাস বাড়িতে বিশ্রামে থাকতে হয়েছিল। তাই সেই পর্যায় থেকে সেরে ওঠা আমার জন্য খুব জরুরি ছিল। বাড়িতে একনাগাড়ে আর থাকতে পারছিলাম না। তাই প্রকৃতির কাছাকাছি যেতেই হয়েছিল। ফলে প্রচুর নতুন মানুষের সঙ্গে দেখা হয়েছে, কাজের কথাও হয়েছে।

সেরে ওঠার পরে নতুন অনেক কিছু উপলব্ধি করেছেন শ্রীমা। অভিনেত্রীর কথায়, “একটা বিষয় বুঝেছি। মুহূর্তে বাঁচতে হবে। তার কারণ ভবিষ্যতে কী হবে, তা নিয়ন্ত্রণ করা যায় না। আর অতীত নিয়ে কষ্ট পেয়েও কোনও লাভ নেই।” অন্তর থেকে কোনও কিছু চাইলে অনায়াসেই তা পাওয়া যায়, বিশ্বাস শ্রীমার। অভিনেত্রী বলেছেন, “যত বড় হচ্ছি, আরও বুঝতে পারছি, সত্যিই মন থেকে কিছু চাইলে তা পাওয়া যায় সহজেই। কিছু ঘটনাও এমন ঘটেছে। আসলে আমরা যত ইচিবাচক বিষয় ভাবব, ইতিবাচক কাজ করব, ইতিবাচক মন থেকে কিছু চাইব, আমাদের সঙ্গে ভাল কিছুই ঘটবে। আমি ঈশ্বরে বিশ্বাসী। এই ব্রহ্মাণ্ডকেই আমি ঈশ্বর বলে মানি। আমাদের মনের মধ্যেও ঈশ্বরের বসবাস।

টেলিপাড়ায় অভিনেতা ইন্দ্রনীল চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল শ্রীমার। একসঙ্গে সমাজমাধ্যমে বেশ কিছু পোস্টও করতেন তাঁরা। গত কয়েক দিনে তেমন কোনও পোস্ট নেই। তবে এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি অভিনেত্রী।

বর্তমানে মুম্বইয়ে রয়েছেন শ্রীমা। আরব সাগরের তীরে বেড়াতে গিয়েছেন। তার সঙ্গে মুম্বইয়ে কাজ করার ইচ্ছেও রয়েছে তাঁর। অভিনেত্রীর কথায়, “বেড়াতে এসেছি। তবে মুম্বইয়ে কাজ করার ইচ্ছে ‘ম্যানিফেস্টেশন’-এ রয়েছে। তা ছাড়া মন থেকে সকলের সুস্বাস্থ্যের কামনা করছি।” শ্রীমাকে শেষ দেখা গিয়েছে ‘অমরসঙ্গী’ ছবিতে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট