মোঃ আব্দুল বাতেনঃ “শিক্ষকদের ক্ষমতায়ন: স্থিতি স্থাপকতা জোরদার করা, স্থায়ীত্ব গড়ে তোলা” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিবগঞ্জে আজপাঁচই অক্টোবর রবিবার সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫। উপজেলা প্রশাসন ও শিক্ষকবৃন্দ, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে এক র্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) [মোহাম্মদ আজাহার আলী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুসাব্বির হোসেন খান।ও মাধ্যমিক শিক্ষা অফিসারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষক সেই মেরুদণ্ডের স্থপতি। শিক্ষকদের মর্যাদা ও ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। বর্তমান প্রেক্ষাপটে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা সময়ের দাবি। আলোচনা শেষে শিক্ষক সমাজের পক্ষ থেকে সরকারের প্রতি বিভিন্ন দাবিদাওয়াও তুলে ধরা হয়।#