মোহাঃহারুন অর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বিশ্ব শিক্ষক দিবসে চাঁপাইনবাবগঞ্জে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে ৫ দফা বাস্তবায়নের দাবিতে মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। রোববার বিকেল সাড়ে ৩টায় নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রিপদ ৯ম গ্রেড বাস্তবায়নসহ ৫ দফা দাবী উত্থাপন করেন। লিখিত বক্তব্যে বাসমাসিস রাজশাহী অঞ্চলের কোষাধ্যক্ষ ও হরিমোহন সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসির উদ্দীন স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, সরকারি মাধমিক সহকারী শিক্ষকের এন্ট্রিপদ ৯ম গ্রেডে উন্নীত করে ৪ স্তরীয় পদ সোপন, অনতিবিলম্বে আঞ্চলিক উপ-পরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণ এবং মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র ও মর্যাদা রক্ষা, বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন, বকেয়া সিলেকশন গ্রেড ও টাইমস্কেলের মঞ্জুরিকৃত আদেশ প্রদানের দাবী জানান।
বাসমাসিস রাজশাহী অঞ্চলের সভাপতি এজেডএম শামিউল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা এবং এন্ট্রিপদ ৯ম গ্রেড বাস্তবায়ন পরিষদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক লিনস হাঁসদা, বাসমাসিস জেলা সভাপতি শফিউল আযম, নাচোল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম।#