1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
বিএনপি ক্ষমতায় এলে পদ্মায় স্থায়ী বাঁধ নির্মাণ হবেঃ বেলাল ই বাকী ইদ্রিশী রাজশাহী মডেল প্রেসক্লাব নির্বাচনে উৎসবের আমেজ, শুরু হলো মনোনয়ন ফরম উত্তোলন বিনা সুদে ঋণ, বিনা মূল্যে শিক্ষা; শ্রমিকবান্ধব রাষ্ট্র গড়ার অঙ্গীকার জামায়াতের ধোবাউড়ায় পারিবারিক কলহে স্বামী খুন, স্ত্রী রাজিয়া আটক   গোদাগাড়ীতে বিসিডিএস নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ রূপসায় প্রিমিয়ার ফুটবল লীগের ২য় খেলা অনুষ্ঠিত রূপসায় বিএনপি নেতা পারভেজ মল্লিকের পক্ষ থেকে ইমাম ও মোয়াজ্জেমদের পাঞ্জাবি বিতরণ মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার রাজনীতি বিএনপির প্রেরণাঃ বাঘায় বিএনপি নেতা মামুন সারিয়াকান্দিতে জাসাসের উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ আগামী নির্বাচনকে সামনে রেখে শ্যামনগরে জামায়াতের বুথভিত্তিক এজেন্ট সম্মেলন

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির পদ  বাতিলসহ অপসারনের দাবিতে মানববন্ধন 

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৩৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি ঃ রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মনিগ্রাম  বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলামকে তার পদ থেকে অপসারনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (৩১-০৮-২০২৫) সকাল সাড়ে ১০টায় মনিগ্রাম ইউনিয়নের সর্বস্তরের ব্যানারে বিদ্যালয়টি সামনে আটঘরি মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্যকালে নজরুল  ইসলামকে আওয়ামীলীগের দোসর ও  ফ্যাসিবাদী সরকারের মন্ত্রী শাহরিয়ার আলমের ঘনিষ্ট সহচর আখ্যায়িত করে বক্তারা বলেন, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে,নজরুল ইসলাম বিগত বছরে নৌকার পোস্টার বিতরণ করেছেন।  তারা সভাপতির পদ বাতিল অথবা পদত্যাগের দাবি করে বলেছেন, দাবি না মানলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

বক্তব্য রাখেন, রাজশাহী জেলা বিএনপির সদস্য ও বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক,  উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি   মুজিবর রহমান জুয়েল, ছাত্রনেতা হাফিজ উদ্দীন।

উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আশা-ফু-উদ-দৌলা,  উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও অহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আল মামুন, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম রাহুল, ওয়ার্ড বিএনপির সেক্রেটারি শাহিনুর ইসলাম, সংগ্রামী দলের সাধারণ সম্পাদক,মতিউর রহমান যুবদল নেতা নেতা জিল্লুর রহমান, মোয়াজ্জেম হোসেন, আক্তার হোসেন, রুবেল আহমেদ, শাহ আলম, রুবেল বিশ্বাস, সামিউল, রবিউল আউয়াল, আব্দুল খালেক, ওয়ার্ড বিএনপি’র নেতা আমিরুল, শহিদুল, রাসেল, সুমন, শিহাব ।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মাইনুল হক মনি জানান,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক ৬মাসের জন্য ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটি নিয়োগ দিয়েছেন। গত জুলাই মাসের ২০ তারিখে অনুমোদিত কমিটি হাতে পেয়েছেন। এই কমিটির সভাপতি হলেন-নজরুল ইসলাম ও আমি সদস্য সচিব,বাবর আলী অভিভাবক সদস্য ও তাপস কুমার শিক্ষক প্রতিনিধি।

নজরুল ইসলাম জানান, আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার করা হচ্ছে। আমি বিএনপি পরিবারের হলেও একটি কলেজে চাকুির করি। সেই সুবাদে অধ্যক্ষের সাথে কখনো কোথাও যেতে পারি। যোগ্যতার ভিত্তিতে আমাকে যে পদ দেওয়া হয়েছে,  সেটা যদি গ্রহন যোগ্যতা না পায় তাহলে আমার কোন লালসা নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন,আমি ঢাকায় এসেছি। বিষয়টি আমার জানা নেই।  #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট