বাঘা (রাজশাহী) প্রতিনিধি ঃ বাজুবাঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাওপাড়া গ্রামের বাসিন্দা মরহুম আমজাদ হোসেনের স্ত্রী মোমেনা বেগম(৭০)’র দাফন সম্পন্ন হয়েছে। বৃহসপতিবার(১৮-০৯-২০২৫) দুপুর ২টায় নিজগ্রামে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আমজাদ হোসেন প্রামানিকের দ্বিতীয় স্ত্রী মোমেনা বেগম বাজুবাঘা গ্রামের মরহুম আবুল হোসেন মিঞার বড় মেয়ে ও সাংবাদিক আব্দুল লতিফ মিঞার ভাতিজি। আমজাদ হোসেনের দুই সহধর্মিনীর একাধিক ছেলে -মেয়ে রয়েছে।
পরিবারের বড় ছেলে কামাল হোসেন জানান,বৃহসপতিবার সকাল সাড়ে ৯টায় নিজ গৃহে ইন্তেকাল করেছেন তার মা মোমেনা বেগম। তিনি ক্যান্সার জনিত রোগে আক্রান্ত ছিলেন। জীবদ্দশায় তিনি অত্যান্ত বিনয়ী ছিলেন।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন-রাজনৈতিক ব্যক্তিত্ব বাজুবাঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি,মরহুমার চাচা সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, সাবেক কাউন্সিলর মতিউর রহমান,বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রহমান এছা,সহকারি অধ্যাপক(অবঃ) মাজদার রহমান, বিএনপি নেতা মুখলেছুর রহমান, প্রভাষক আব্দুল হানিফ মিঞাসহ সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ, আত্নীয়স্বজন, ও এলাকার শ্রেণীপেশার লোকজন। #