বিশেষ প্রতিনিধি ঃ রাজশাহীর বাঘায় সাপের কামড়ে হাপি (৪৫) নামে এক টলি চালক মারা গেছে। সে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের জোতরাঘব গ্রামের বাসিন্দা। তিনি গ্রামের মহসীনের ছেলে।
স্থানীয় পল্লী চিকিৎসক লিটন হোসেন জানান, শনিবার(১১-১০-২০২৫) দুপুরে নুন নির্মানাধীন আধা পাকা ঘরে পানি দিচ্ছিল। সেখানে বালির স্তুপ ছিল। বালির স্তুপের পাশ দিয়ে ফেরার পথে হাটুর নীচে কামড় দেয়। সাপে কেটেছে ধারনা করে নিজেই হাটুর নীচে বাঁধন দেয়। বাড়ি ফিরে বিষয়টি কাউকে জানাননি। বিকেলে দিকে মাথার যন্ত্রনাসহ বমি হতে থাকে। পর্যায়ক্রমে অবস্থা খারাপের দিকে যায়। পরে জানান সাপে কামড় দিয়েছে।চিকিৎসার জন্য দ্রুত বাঘা উপজেলা সবাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।
রাত ৮টায় জানাযার নামাজ শেষে এলাকার কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি জানান,মৃত হাপি নিজের পাওয়ার টলি চালক ছিলেন। ।#