1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ে ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে  হারভেষ্টার ব্যবহারকারী ঐক্যজোটের মানববন্ধন  স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে আরো উন্নত ও শক্তিশালী করতে আমরা বদ্ধপরিকর: প্রধান উপদেষ্টা আগামীকাল জাতীয় শহীদ সেনা দিবস: পিলখানা বিডিআর সদরদপ্তরে হত্যাযজ্ঞের ১৬ বছর কুষ্টিয়ায় আদালত চত্বরে দুর্বৃত্তদের হামলা মোহনপুর নাকইলে আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ মোহনপুরে আওয়ামী লীগের এক নেতা আটক, অপরজনকে জনতার গণধোলাই নওগাঁয়  এবি ব্যাংকের “গ্রাহক সম্মাননা” অনুষ্ঠান শিবগঞ্জের বিনোদপুর উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বিদায় ও নবীন বরণ-২০২৫ অনুষ্ঠিত বাঘায় বাপা’র প্রয়াত সভাপতি ফরজ আলী’র স্মরণ সভা অনুষ্ঠিত রাজশাহীর পবায় অগ্নিদগ্ধ হয়ে এক মহিলার মৃত্যু, মামলাদায়ের

বাঘায় বাপা’র প্রয়াত সভাপতি ফরজ আলী’র স্মরণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাঘা উপজেলা কমিটির প্রয়াত সভাপতি ফরজ আলী’র স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৪/০২/২০২৫) বিকাল ৪ টায় আড়ানী ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজন করে বাপার বাঘা উপজেলা কমিটি।

তারেক আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ (অবঃ) মোঃ আমজাদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বাপার বাঘা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম।

তিনি বলেন,পরিবেশ রক্ষায় নিষ্ঠাবান নের্তৃত্ব এবং সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন ফরজ আলী। তিনি পরিবেশ আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। স্মরণ সভায়, ফরজ আলীর পরিবেশ রক্ষায় নানা উদ্যোগ, তাঁর জীবনের সংগ্রাম এবং তাঁর অবদানের উপর আলোচনা করা হয়। বিভিন্ন বক্তা, সংগঠনের সদস্য এবং পরিবেশ কর্মীরা তাঁর কাজের গুরুত্ব তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে পরিবেশ আন্দোলনে অংশগ্রহণে উৎসাহিত করেন।

স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যকালে কেন্দ্রীয় কমিটি (বাপা)’যুগ্ম সম্পাদক মিজানুর রহমান। তিনি বলেন, ফরজ আলী ছিলেন একজন প্রেরণাদায়ী নেতা, যিনি তার কর্ম ও জীবন দিয়ে আমাদের সমাজকে এবং দেশের ইতিহাসকে গড়েছেন। তাঁর অবদান কখনোই ভোলা সম্ভব নয়। তিনি আমাদের দেখিয়ে গেছেন, কীভাবে একজন মানুষ নিজেকে দেশের কল্যাণে উৎসর্গ করতে পারে। তাঁর জীবন ছিল সংগ্রামের, অবিচল নিষ্ঠার, এবং মানুষের জন্য নিবেদিত। যেভাবে তিনি সমাজের প্রতি নিজের দায়িত্ব পালন করেছেন, তা আমাদের সবাইকে অনুপ্রাণিত করে। আজকের এই স্মরণ সভা শুধু তাঁর কাজের প্রতি শ্রদ্ধা নয়, বরং আমাদের নিজেদের জীবনে তাঁর আদর্শগুলো গ্রহণ করার একটি সুযোগ।

পরজ আলীর স্মৃতিকে জীবন্ত রেখে তাঁর দেখানো পথ অনুসরণ করে সমাজে আরও কিছু ভালো কাজ করতে যেন আমরা সক্ষম হই। বিশেষ অতিথি রবক্ব্যকালে – বাপার জেলা কমিটির সভাপতি জামাত খান বলেন, ফরজ আলীর মতো ব্যক্তিত্বরা কখনো মরে না। তাঁরা চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকেন। আজ আমরা প্রতিজ্ঞা করি যে, তাঁর মত একজন নেতা ও সংগ্রামী ব্যক্তির পথ অনুসরণ করব, যাতে আমরা তার মহৎ উদ্দেশ্য বাস্তবায়নে অংশীদার হতে পারি।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- অপূর্ব কুমার সাধারণ সম্পাদক বাঘা পৌর কমিটি, মতিউর রহমান যুগ্ম আহবায়ক চারঘাট উপজেলা কমিটি, প্রফেসর বিরেন্দ্রনাথ সরকার সহ-সভাপতি বাঘা পৌর কমিটি, ইন্জিঃ আব্দুল লতিফ সহ-সভাপতি আড়ানী পৌর, শ্রী সঞ্জয় কুমার, প্রধান শিক্ষিক আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয়, গোলাম নবী রনি ক্রিয়া বিষয়ক সম্পাদক জেলা কমিটি, বেনজির আহমেদ বিপ্লব সহ-সভাপতি বাঘা পৌর কমিটি, উত্তম কুমার পাল যুগ্ম-আহবায়ক, বাঘা পৌর কমিটি, রানু আক্তারী মহিলা বিষয়ক সম্পাদক বাঘা পৌর কমিটিসহ ফরজ আলী’র স্ত্রী ও তার আত্মীয় সজন এবং বিভিন্ন পযার্য়ের নেতা নেত্রী, সাংবাদিক বৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট