# আশরাফুল ইসলাম ফরাশী, বাগমারা প্রতিনিধিঃ
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে বাগমারা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ অধ্যাপক আঃ ওয়াহেদ মন্ডলের ২৩ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
তাহেরপুর পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এবং বাগমারা উপজেলা বিএনপির সার্বিক সহযোগিতায় এ স্মরণ সভার আয়োজন করা হয় বুধবার ১২ই ফেব্রুয়ারী ২০২৫ ইং বিকেল ৩ টায় তাহেরপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন, তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র, তাহেরপুর পৌর বিএনপির সংগ্রামী সভাপতি ও রাজশাহী জেলা বিএনপির সদস্য আবু নঈম শামসুর রহমান মিন্টু।
প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিনিয়র যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয় বাদীদল, জাতীয় নির্বাহী কমিটি এ্যাডঃ রুহুল কবির রিজভী আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক,কেন্দ্রীয় বিএনপি রাজশাহী ডাঃ রফিকুল ইসলাম, সহ- সাংগঠনিক সম্পাদক, (রাজশাহী বিভাগ) বিএনপি জাতীয় নির্বাহী কমিটি আমিরুল ইসলাম খান আলিম, আহ্বায়ক রাজশাহী জেলা বিএনপি,সদস্য জাতীয় নির্বাহী কমিটি আবু সাইদ চাঁদ, যুগ্ম আহ্বায়ক রাজশাহী জেলা বিএনপি ও সদস্য জাতীয় নির্বাহী কমিটি সাইফুল ইসলাম মার্শাল, সদস্য সচিব, রাজশাহী জেলা বিএনপি অধ্যাপক বিশ্বনাথ সরকার, সহ- সাংগঠনিক সম্পাদক, রাজশাহী বিভাগ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ওবায়দুর রহমান চন্দন, আহ্বায়ক রাজশাহী মহানগর বিএনপি, বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ এরশাদ আলী ইশা।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সদস্যসচিব মামুন অর রশিদ, বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ডি এম জিয়াউর রহমান, ভবানীগন্জ পৌর বিএনপির সভাপতি আঃ রাজ্জাক, বাগমারা উপজেলা, ভবানীগন্জ পৌরসভা ও তাহেরপুর পৌরসভার সকল স্তরের বিএনপি, যুবদল,সেচ্ছাসেবক দল, কৃষকদলের সকল স্তরের নেতা- নেত্রী প্রমুখ।
অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন, বাগমারা উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক কামাল হোসেন এবং তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু।
উল্লেখ্য ২০০৩ সালের ৭ই ফেব্রুয়ারী শুক্রবার সকাল ৯টায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি অর্থাৎ সর্বহারাদের হাতে নির্মমভাবে ভাবে খুন হন অধ্যাপক আঃ ওয়াহেদ মন্ডল।#