রুস্তম আলী শায়ের, বাগমারা থেকে: বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন ঘোড়া প্রতিকের প্রার্থী জাকিরুল ইসলাম সান্টু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন কহিনুর বানু। জাকিরুল ইসলাম সান্টু ৪৭হা: ৩২২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। অপর দিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোহিনুর বানু ৪১হা: ৭২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
২১মে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে বাগমারা উপজেলা পরিষদ নির্বাচন।ভোটার উপস্থিত কম হলেও উৎসব মূখর ছিলো ভোটের পরিবেশ।কোন প্রকার অপ্রতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে নির্বাচন। মোট ৩জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন।প্রাপ্ত ফলাফল অনুযায়ী আনারস প্রতিকের প্রার্থী আব্দুর রাজ্জাক সরকার বাবু পেয়েছে ৪হা: ৩২১ ভোট এবং মোটরসাইকেল প্রতিকের নাছিমা আক্তার পেয়েছেন ২হা: ২৬৪ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতিকের প্রার্থী মমতাজ আক্তার বেবি পেয়েছেন ৫হা: ৪৪৭ ভোট এবং শাহিনুর আক্তার ফুটবল প্রতিক নিয়ে পেয়েছেন ৪হা: ৫৬৮ ভোট।
উল্লেখ্য ভাইস চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে শহিদুল ইসলাম শহীদ। বেসরকারি ভাবে মোট প্রাপ্ত ফলাফল (চেয়ারম্যান) জাকিরুল ইসলাম সান্টু (ঘোড়া)–৪৭হা: ৩২২ ভোট, আব্দুর রাজ্জাক সরকার (আনারস)–৪হা: ৩২১ ভোট, নাছিমা আক্তার (মোটরসাইকেল)–২হা: ২৬৪ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রাপ্ত ফলাফল,কহিনুর বানু (কলস)–৪১হা: ৭২৩ ভোট, মমতাজ আক্তার বেবি (প্রজাপতি)–৫হা: ৪৪৭ ভোট ও শাহিনুর খাতুন (ফুটবল)–৪হা: ৫৬৮ ভোট।#