# আশিক ইসলাম : রাজশাহী জেলার বাগমারা উপজেলাধীন হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি কে আজ ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে বারোটায় হাট গাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবে অত্র ক্লাবের পক্ষ থেকে নতুন যোগদানকৃত এ অফিসারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
অত্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাট গাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হোসাইন মোহাম্মদ মোবারক।
এ সময় হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মোঃ আকরাম আলী তাঁর বক্তব্যে বলেন, পুলিশ সাংবাদিক একে অন্যের সহযোগী আমরা পরস্পর মিলেমিশে কাজ করে সমাজের অন্যায় অপকর্মকে দূরীভূত করতে চায়। আপনারা সমাজের অপরাধীদের চিত্র তুলে ধরলে আমরা তা নিয়ন্ত্রণে আনার সার্বিক চেষ্টা করব। বিশেষ করে মাদক বিষয়ে তিনি বলেন মাদকের ব্যবসা এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে মাদকের ক্ষেত্রে আমি জিরো টলারেন্স ঘোষণা করছি। কেউ মাদকের ব্যবসা করতে পারবেনা।
এছাড়া তিনি বলেন, মাদক সেবীরাই সাধারণত নানা ধরনের অন্যায় অপকর্মের সাথে যুক্ত হয়। সেজন্য সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, যেখানে মাদকের কারবার লক্ষ্য করবেন সঙ্গে সঙ্গে আমাদেরকে খবর দিয়ে সহযোগিতা করবেন আমরা অবশ্যই মাদককে শক্ত হাতে নির্মূল করতে চাই।
সভাপতির বক্তব্যে হোসাইন মোহাম্মদ মোবারক বলেন, আমরা পুলিশের সাথে একসঙ্গে কাজ করতে চাই যেহেতু এই পেশাটি ঝুঁকিপূর্ণ সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে সার্বিক সহযোগিতা করলে আমরা সমাজের অন্যায় অবিচারগুলো তুলে ধরতে পারবো এবং যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় সোপর্দ করতে পারব। সেজন্য পুলিশ তদন্ত কেন্দ্রের সার্বিক সহযোগিতা কামনা করেন।
অত্র অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ডিএসবি মোহাম্মদ মাসুদ ইসলাম, ডিএসবি মোঃ আ: রউফ, সাব ইন্সপেক্টর জয়দেব কুমার সরকার,সাব ইন্সপেক্টর জনাব মোঃ সেকেন্দার আলী, সাব ইন্সপেক্টর জনাব মোঃ উৎপল কুমার।
এসময় আরও উপস্থিত ছিলেন হাট গাঙ্গোপাড়া মডেল প্রেস ক্লাবের কোষাধক্ষ্য জনাব মোঃ রমজান আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা, দপ্তর সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সদস্য মোঃ মাহাবুর রহমান মনি, আপেল মাহমুদ রাঙ্গা, আল-আমিন স্বাধীন,রায়হান হোসেন, আশিক হোসেন, সাজু মাহমুদ এবং রাজু আহমেদ প্রমুখ। অনুষ্ঠান শেষে হাট গাঙ্গোপাড়া ফুড ভিলেজে মধ্যাহ্নভোজ সম্পন্ন করা হয়।#