নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় পাটের ফলন ভাল হওয়ায় উপজেলার বাজার গুলোতে পাটের দাম বেশি হওয়ায় কৃষকরা মহাখুশি। এখন দাম ভাল থাকলেও গতবারের মতো মৌসুমের মাঝামাঝিতে দাম কমায় ভয়ে রয়েছেন কৃষকরা। উপজেলার তাহেরপুর হাটে সোমবার পাটের দাম একটু বেশি হওযায় কৃষকরা গতবারে জমা রাখা পুরাতন পাট ও বিক্রি করছেন।
বর্তমানে মানভেদে পুরাতন পাটের মুল্য ২ হাজার আট শত টাকা, আর নতুন পাটের বাজার মুল্য ৩ হাজার ছয়শত টাকা, একটু নিম্ন মানের পাটের মুল্য ২৮শ’ থেকে ২৯শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। বর্তমান বাজারে ওঠা পাট হয়ত পরিপক্ব হওয়ার আগে কাটা হয়েছে। পাট কাটা, জাগ দেয়া ও পাটকাঠি থেকে আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। অন্য বছরের তুলনায় এবার পাটের দাম বেশি হওয়ায় কৃষকরা বেশ খুশি। তবে পাট চাষিরা নায্যমুল্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
বর্তমানে বাজারে পাটের যে দাম রয়েছে তা যদি মৌসুমের শেষ পর্যন্ত থাকে তাহলে চাষিদের লাভ হবে। গত বছরের মতো মৌসুমের শুরুতে দরপতন হওয়ার সংশয় আছেন কৃষকরা।
বাগমারার-তাহেরপুর বাজারে পাট বিক্রি করতে আসা শিকদারী গ্রামের তাছের আলী জানান,বাজারে বর্তমান পাটের যে দর আছে মৌসুমের শেষ পর্যন্ত তা ঠিকঠাক থাকে তাহলে কৃষকরা এবার পাট চাষে লাভবান হবেন। এবং এবছর লক্ষ্য মাত্রার চেয়ে উপজেলায় দ্বিগুন পাট চাষ হয়েছে।
পাটের ফলন এবার ভাল হয়েছে। পাট জাত পণ্যের ব্যবহার বাড়ায় ও রপ্তানি বৃদ্ধি পাওয়ায় অন্যান্য বছরের তুলনায় এবার পাটের দাম বেশি। এজন্য কৃষকরা অন্য ফসলের চেয়ে পাট চাষে উৎসাহিত হয়েছে।#