1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জলাবদ্ধতা: হাঁটুপানিতে চিকিৎসা নিতে ভোগান্তিতে রোগীরা বাঘায় চরাঞ্চলের বাজারে পাঁচ দোকানের তালা ভেঙে চুরি, অজ্ঞাত চোর চক্রের বিরুদ্ধে থানায় অভিযোগ  চাঁপাইনবাবগঞ্জ নাচোলে আরাফাত রহমান কোকো স্মৃতি বর্ষাকালীন পাগোলি ফুটবল টুর্নামেন্টের  উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ভুটভুটি উল্টে নিহত ১, আহত ৬ ভোলাহাটে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ পালিত বাঘায় বিক্ষোভ মিছিল,মোটরসাইকেল শোডাউন দিয়ে প্রতিবাদ জানালো বিএনপি আত্রাইয়ে আহসানগঞ্জ ইউনিয়নের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ নাচোলে  বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবীতে লিফলেট বিতরণ আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজের সকল শিক্ষার্থীদের মধ্যে গাছ বিতরণ  ভোলাহাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ

বাগমারায় উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম থাকলেও নির্বাচন হয়েছে শান্তিপূর্ণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাগমারা থেকে বিশেষ প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় শান্তিপূর্ণ ভাবে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপের ভোট গ্রহণ শেষ হয়েছে। কোন প্রকার সহিংসতা ছাড়াই মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে একটানা ভোট গ্রহণ।

এদিকে বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে সাধারণ ভাইস চেয়ারম্যান পুরুষ পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় শহিদুল ইসলাম শহীদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকায় দুই পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী ভোট গ্রহণ শেষে বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে জাকিরুল ইসলাম সান্টু ৪৮ হাজার ২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী আনারস প্রতীক নিয়ে আবদুর রাজ্জাক সরকার ওরফে আর্ট বাবু পেয়েছেন ৪ হাজার ৩১৩ ভোট। সেই সাথে মোটরসাইকেল প্রতীকে নাসিমা আক্তার পেয়েছে ২ হাজার ২ শত ৬৪ ভোট। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে কলস প্রতীকে কহিনুর বানু ৪২ হাজার ৬৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রজাপতি প্রতীক নিয়ে মমতাজ আক্তার বেবি পেয়েছেন ৫ হাজার ৬০২ ভোট এবং ফুটবল প্রতীক নিয়ে সহকারি অধ্যাপিকা শাহিনূর খাতুন পেয়েছেন ৪ হাজার ৭০৩ ভোট।

নিরুৎতাপ নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল কম। লাইনে দাঁড়ানো কোন ভোটার চোখে পড়েনি। সেই সাথে উপজেলা জুড়ে কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। বাগমারায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ভোটার ব্যতীত অন্যান্য সংগঠন বা দলের ভোটাররা কেন্দ্রে না যাওয়ায় ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে।

উপজেলার ১৬ টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ১২২ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বাগমারায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৬৮২ এবং মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৪৮৯ জন। এরমধ্যে ৩ জন রয়েছে তৃতীয় লিঙ্গের। তবে ১২২টি কেন্দ্রে ভোট বৈধ ভোট পড়েছে ৫৪ হাজার ৬০১ টি। যার শতকরা হিসেবে ভোট পড়েছে ১৭.৯৮ ভাগ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট