পোরশা প্রতিনিধি………………………………………………….
নওগাঁর পোরশা উপজেলায় স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার ও পোরশা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মমতাজ বেগম। এবারে প্রতিপাদ্য বিষয় ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন কর নাগরিক অধিকার নিশ্চিত কর ‘ এর উপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের হলরুমে এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ সালমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মমতাজ বেগম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ আব্দুল্লাহ মামুন, বিশিষ্ট শিক্ষাবীদ সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুল খালেক, সিনিয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বজলুর রশিদ, তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুল হক শাহ্ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ দোস্তদার হোসেন, প্রভাষক মোঃ বাবুল হোসেনসহ ৬ ইউনিয়ন পরিষদের সচিব বৃন্দ হিসাব সহকারী উদ্যক্তাবৃন্দ গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।#