মাসুদ রানা পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলা সদর নজিপুর সরদারপাড়া মোড় এলাকায় তিন দিন ব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব ২০২৫ শুরু হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ২য়দিন দর্শনার্থীদের লক্ষনীয় উপস্থিতি ছিল।
১৪ ফেব্রুয়ারি সকালে স্থানীয় টোটাল সলিউশন ইঞ্জিনিয়ারিং এর আয়োজনে এ মেলার শুভ উদ্বোধন করা হয়, চলবে আগামী ১৬ ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত।
মেলায় বিভিন্ন ক্ষুদ্র উদ্যোক্তা, হস্তশিল্প, কুঠির শিল্প এবং দেশীয় ঐতিহ্যবাহী খাবার পিঠাপুলিসহ মোট ১০ টি স্টল বসে। মেলায় ঘুরতে আসা অনেক দর্শনার্থী বলেন মেলা ভাল লেগেছে।
উপজেলা পর্যায়ে এরকম আয়োজন করায় আয়োজকদের সাধুবাদ জানিয়েছেন। সংশ্লিষ্টরা জানান উদ্যোক্তাদের অনলাইন মার্কেটিংয়ে পরিচিতি, ব্যবসায়িক উন্নতি এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরি এ মেলার মূল লক্ষ্য।#