# মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর……………………………..
নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে অবস্থানরত ঐতিহাসিক আজিম নগর রেল গেট এলাকায় রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক মহিলা সহ ৩ জনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, লালপুর উপজেলার কেশবপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মুনতাজ মাস্টার(৬২), নারায়ণপুর গ্রামের মৃত বাচ্চু শেখের ছেলে জমির উদ্দিন (৬০) এবং একই গ্রামের মনজুর রহমানের স্ত্রী সাথী খাতুন (৩৫)।
সূত্রে জানা গেছে, শনিবার(৩১শে ডিসেম্বর-২২) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে গোপালপুর(আজিম নগর) রেলগেট হতে ২০০ গজ পশ্চিমে ২ টি ট্রেন ক্রসিং করার সময় একটি ট্রেন পার হতে গেলে অপরদিক থেকে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ঐ ৩জন ব্যক্তিকে ধাক্কা মারলে তারা তৎক্ষনাৎ ঐ ট্রেনের চাকার নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই নিহত হন।
এ বিষয়ে লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান ঘটনাটি নিশ্চিত করে বলেন,শনিবার (৩১শে ডিসেম্বর-২২)দুপুর পৌনে ১টার দিকে লালপুর উপজেলার গোপালপুর(আজিম নগর) রেল গেট এলাকায় রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি ঈশ্বরদী রেলওয়ে পুলিশকেও জানানো হয়েছে।#