মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা গণসংহতি আন্দোলন শাখার উদ্যোগে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১২ এপ্রিল বেলা সাড়ে ১১টায় নাচোল ইলামিত্র পাঠাগার থেকে একটি মিছিল বের হয়ে বাসস্ট্যান্ড গোল চত্বরে পথসভায় বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরুদ্দিন পাপ্পু, রাজশাহী জেলা আহ্বায়ক এ্যাডভোকেট মুরাদমুরশেদ, পবা উপজেলার আহ্বায়ক রন্জু আহমেদ, নাচোল উপজেলা আহ্বায়ক নুরুদ্দিন, সদস্য সচিব চাঁন মিয়া, যুগ্ম আহ্বায়ক টুয়েল।
বক্তারা শৈরশাসক আওয়ামীলীগের দীর্ঘদিনের শাসনামলের দূর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, খুন, গুম, ভোটাধিকার হনন তুলে ধরে বলেন, শৈরশাসক আওয়ামীলীগ নিপাত হয়েছে। এখন এদেশকে একটি গণতান্ত্রিক দেশে পরিণত করতে আসুন আমরা সবাই গণসংহতি আন্দোলনে যোগ দেয়। এবং সোনার দেশ গড়ে তুলি।#