1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নেশাজাতীয় অবৈধ ২০০ পিছ ট্যাবপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২ তানোরে ফসলি জমি জবরদখলের অভিযোগ, সেনা কর্মকর্তা পরিচয়ে হুমকি দখলকৃত মসজিদের জমি প্রশাসন ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার বদরগঞ্জে ভিজিডি কার্ডের জামায়াত – বিএনপি তথ্য চাওয়ায় সাংবাদিক হেনেস্থার শিকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকারে আরএমপির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পত্নীতলায় অসদুপায় অবলম্বনের দায়ে ২ পরীক্ষার্থী বহিষ্কার আত্রাইয়ে জামাত নেতা বলেন সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বিভাজনে জামায়াত বিশ্বাসী পুকুরের পানিতে পড়ে তানোরের এক যুবকের মৃত্যু  পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদে রোহিঙ্গাদের জন্ম নিবন্ধনের অভিযোগ : তদন্তে মিলছে না অস্তিত্ব! রাজশাহীর মোহনপুরে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের অনাস্থা

নওগাঁর পত্নীতলায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় পত্নীতলা থানা বিএনপি ও নজিপুর পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো এবং দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ বুধবার (২৬ মার্চ২০২৫) নজিপুর পাবলিক মাঠে ইফতার মাহফিলে প্রধান অতিথর বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও ৪৭ নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা মোঃ সামসুজ্জোহা খান জোহা।

পত্নীতলা উপজেলা বিএনপি’র সভাপতি আক্কাস আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, জেলা বিএনপির সদস্য সচিব বায়োজিত হোসেন পলাশ, নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি, নজিপুর পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব মো. ওয়াজেদ আলী, জেলা যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম শেফা, যুবদল নেতা বায়জিদ রায়হান শাহীন, পৌর বিএনপির এ জেড মিজান, শ্রমিকদল নেতা সাগর হোসেনসহ জেলা উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মোঃ সামসুজ্জোহা খান জোহা বলেন, ‘‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় দেশের মানুষের অধিকার আদায়ে লড়াই করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বপ্ন দেখিয়েছিলেন, তা বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। সেই সঙ্গে আমরা আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দ্রুত রোগমুক্তি কামনা করি। দেশের এই ক্রান্তিকালে দলের সকল নেতা-কর্মীদের ধৈর্য ও ঐক্য বজায় রেখে রাজপথে সোচ্চার ভূমিকা রাখতে হবে।

এ সময় বিশেষ অতিথি ও নেতৃবৃন্দ বিএনপির চলমান আন্দোলন এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তারা সরকারের গণতন্ত্রবিরোধী কার্যকলাপের কঠোর সমালোচনা করেন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান। দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

দোয়া পরিচালনা করেন নজিপুর বাসস্ট্যান্ড মসজিদের পেশ ইমাম মাওঃ আব্দুল ওয়াদুদ, দোয়া শেষে অতিথি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপস্থিত নেতা-কর্মী হাজার হাজার মানুষের অংশগ্রহণে ইফতার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সুশৃঙ্খল পরিবেশে এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

পত্নীতলা থানা বিএনপি এবং নজিপুর পৌর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই দোয়া ও ইফতার মাহফিল সফল ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট