# মো: ফাইসাল ইসলাম সরকার, ্আত্রাই: নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২২/২০২৩ শিক্ষাবর্ষের এসএসসি ও এইচএসসির কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই ) দুপুরে নওগাঁ জেলা শিক্ষা অফিস ও আত্রাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা শিক্ষা অফিসার মো.শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রাকিবুল হাসান।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রদীপ কুমার, একাডেমিক সুপারভাইজার,আত্রাই , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো.আবদুল্লাহ আল মামুন। জেলা শিক্ষা পরিদর্শক মো.হাসানুজ্জামান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.মোয়াজ্জেম হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা মো.নাসির উদ্দিন, উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অভিভাবক সহ অনেকে। ৩৯ জন এসএসসি ও এইচএসসি কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।#