২৬ ডিসেম্বর বেলা ১১ টায় উপজেলার বেনীদুয়ার ক্যাথলিক চার্চে উপহার সামগ্রী প্রদান করে উপজেলা নির্বাহী অফিসর মো. মোস্তাফিজুর রহমান। পরে পুরো ধর্মপল্লীতে থাকা খ্রিষ্টান সম্প্রদায়ের শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
সবশেষে কেক কাটার মাধ্যমে শুভ বড়দিন উদযাপন করা হয়। এ সময় উপজেলা ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা মো. সামসুল ইসলাম, বেনীদুয়ার চার্চ ফাদার মাইকেল কোড়াইয়া, সিস্টার লিমা গমেশ, মার্তিনা কিচকু, রিনা মার্ডি, ধামইরহাট প্রেসক্লাবের সদস্য সচিব প্রভাষক আব্দুর রাজ্জাক রাজু, সাংবাদিক অরিন্দম মাহমুদ, মুমিনুল ইসলাম, রেজুয়ান আলম প্রমুখ উপস্থিত ছিলেন।#