# মোঃ আব্দুল বাতেন, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ): আজ ২৭ আগস্ট ২০২৫ (বুধবার): বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে শিবগঞ্জ পৌরসভায় গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার পৌরসভার ১নং ওয়ার্ডের সেলিমাবাদ গ্রামে এ গণসংযোগ করেন বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. শাহজাহান মিঞা’র পক্ষে শিবগঞ্জ পৌর বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব মো. সফিকুল ইসলাম।
গণসংযোগে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র ১নং ওয়ার্ড সেক্রেটারি মতিউর রহমান এজা, সাংগঠনিক সম্পাদক মো. হান্নান হাজী, শিবগঞ্জ পৌর এক নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ মানির, এক নাম্বার ওয়ার্ড যুবদলের সেক্রেটারি কি আপনার নাম মোঃ নুরুজ্জামান মোঃ নুরুজ্জামান , পৌর যুবদল সভাপতি মো. নুরুজ্জামান, পৌর বিএনপি সদস্য ফিল্টার খান, সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান সুমন, যুবনেতা আহাদ শামীউম বাশির রাজা, শিবগঞ্জ পৌর ছাত্রনেতা শাউন সহ স্থানীয় ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণ করেন এবং বিএনপির ৩১ দফা কর্মসূচি তুলে ধরেন। তারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।#