# মশিউর রহমান মানিক, দুর্গাপুর, রাজশাহী: রাজশাহী-৫ (পুঁঠিয়া- দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত এ্যাড. নাদিম মোস্তফার মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টায় উপজেলা বিএনপির আয়োজনে দুর্গাপুর ধানহাট মাঠে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক কামারুজ্জামান আয়নাল সভাপতিত্বে ও বিএনপি নেতা রফিকুল ইসলামের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রয়াত এ্যাড. নাদিম মোস্তফার সহধর্মীনি ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদীকা এ্যাড. নুরুন্নাহার পারুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান লিটন, প্রয়াত এ্যাড, নাদিম মোস্তফার ছেলে জুলফার নাঈম মোস্তফা, দুর্গাপুর উপজেলা জামায়াতে আমীর সাইফুল ইসলাম, দুর্গাপুর পৌর আমীর রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, বিএনপি নেতা চয়েন উদ্দিন সাবেক যুবদলের আহবায়কসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা প্রয়াত এ্যাড. নাদিম মোস্তফার রাজনীতি জীবনের স্মৃতি চারন করে বলেন, দু:সমায়ে ত্যাগী নেতার দৃষ্টান্ত হয়ে আমাদের মাঝে চিরজীবী হয়ে বেঁচে থাকবে। এবং তার স্ত্রী তার সন্তান জুলকার নাঈন এর মাধ্যমে নাদিম মোস্তফার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে সকলের কাছে দোয়া চান এবং অনুষ্ঠানে এ্যাড. নাদিম মোস্তফার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া এবং তাবারক বিতরন করা হয়।#