মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহীর তানোরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারী কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা গণমাধ্যম কর্মীসহ সুধীজনদের সাথে মতবিনিময় সভা ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার। মঙ্গলবার বেলা ১১টায় তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর সহকারী কমিশনার (ভূমি) মাসতুরা খাতুন, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান। তানোরের বিভিন্ন বিষয় তুলে ধরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তানোর পৌর সভার সাবেক মেয়র রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান, তানোর উপজেলা বিএনপি আহবায়ক আখেরুজ্জামান হান্নান, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, তানোর উপজেলা বিএনপি সাবেক সাধারন সম্পাদক মফিজ উদ্দিন।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, তানোর উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদ, গোল্লা পাড়া বাজার বনিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক টিপু সুলতান, জামায়াতের তানোর উপজেলা আমির আলমগীর, সেক্রেটারী আক্কাস আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব শেখ, তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
এসময় তানোর উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা, স্থানীয় গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার সুধীজন উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক আফিয়া আক্তার তানোর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, মোহর কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন ভুমি অফিস পরিদর্শন করেন। মতবিনিময় সভা অনুষ্ঠানে তানোর পৌর সভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান জেলা প্রশাসক ও নতুন ইউএনও ও এসিল্যান্ডকে ফুলে তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।#