আলিফ হোসেন,তানোর……………………………………………………..
রাজশাহীর তানোরে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিবাসীদের আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত ও জীবন মানোন্নয়নে আওয়ামী লীগ সরকার ব্যাপক প্রণোদনা কর্মসূচি গ্রহণ করেছেন। ইতিমধ্যে সরকারের দেয়া বিভিন্ন প্রণোদনার মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর হতদরিদ্র অনেক পরিবার স্বাবলম্বী হয়েছেন। বদলে গেছে জীবনধারা।
জানা গেছে, উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের মাধ্যমে উপজেলায় সমতলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিবাসিদের মাঝে বিনামূল্যে ষাঁড়-বকনা গরু, হাঁস-মুরগী ও কুঠিঘরসহ খাদ্যসামগ্রী এবং শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বিগত ২০২২-২৩ অর্থবছরে উপজেলার প্রথম ধাপে ৬৬৬টি পরিবারকে ২০টি হাঁস, একটি কাঠের কুঠি ও ৯ কেজি খাবার দেয়া হয়েছে। এবং পরবর্তীতে আবারো ৬৬৬টি পরিবারকে ২০টি হাঁস, একটি কুঠিঘর ও ৯ কেজি করে খাবার খাবার দেয়া হয়েছে।
এছাড়াও ১৪০টি পরিবারকে ১টি ষাঁড় গরু, সিমেন্টের ৪টি খুটি, ৫টি টিন ও ১৩০টি করে ইট দেয়া হয়েছে। এবং ১৬৪টি পরিবারকে ১টি করে বকনা বাছুর(গরু) দেয়া হয়েছে। সরকারের এসব প্রণোদনায় বদলে গেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিবাসীদের জীবন যাত্রার মান।
কলমা ইউপির ফুলবাড়ি গ্রামের চুনকো টুডু (৫০) ও গনেশ মুর্মু (৪৫) বলেন, সরকারের দেয়া হাঁস পারন করে তার ভাগ্যবদল হয়েছে। এবিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী বলেন, সরকারের দেয়া প্রণোদনা কাজে লাগাতে পারলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিবাসীদের আর্থিক স্বচ্ছলতা ও জীবনযাত্রার মান বাড়বে।তিনি বলেন, এই কর্মসূচি চলমান রয়েছে।#