1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
জুলাই-আগষ্ট শহিদদের আত্নার মাগফেরাত-আহতদের সুস্থতায় বাঘায় দোয়া মাহফিল তানোরে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৬ রাজশাহীতে ‘পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার, সংলাপের মাধ্যমে সংকট নিরসনের আহ্বান  বইপড়ায় কৃতিত্বের পুরস্কার পেল রাজশাহীর ২হা: ৩শ’ ৩ শিক্ষার্থী গোদাগাড়ীতে পরিবেশ দূষণ রোধে মোবাইল কোর্ট : পোল্ট্রি ফার্ম ও পরিবহন প্রতিষ্ঠানকে মোটা অঙ্কের জরিমানা ও কারাদণ্ড প্রদান নিহত জামায়াত নেতা মাওঃ আবু সাঈদের লাশ রিসিভ করল ইসলামী আন্দোলন মোহাম্মাদ রূপসায় কেপিএল ফাইনাল খেলা অনুষ্ঠিত শ্যামনগরে গণসংহতি আন্দোলনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত বাঘার চরাঞ্চল ঃ গভীর রাতে নৌকায় এসে চার বাড়িতে ডাকাতি, তিন দিন আগে তালা ভেঙে পাঁচ দোকানে চুরি

তানোরে মন্দিরের সম্পত্তি জবর দখলের চেষ্টা

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) মালশিরা গ্রামে হেন্দু সম্প্রদায়ের  মালশিরা সার্বজনীন কালীমন্দির জবর দখলের চেষ্টা করা হচ্ছে। মালশিরা গ্রামের মৃত যোগেন্দ্রনাথের পুত্র সন্তোষ কুমার ও মৃত মহেন্দ্রনাথের পুত্র দ্বিজেন বহিরাগতদের নিয়ে মন্দিরের সম্পত্তি জবর দখল করতে নানা অপতৎপরতা শুরু করেছে।এমনকি তারা কালীপূজা আয়োজনে বাধা দিচ্ছে। এঘটনায় স্থানীয় হেন্দু সম্প্রদায়ের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।

জানা গেছে,উপজেলার কামারগাঁ ইউপির মালশিরা মৌজায় আরএস খতিয়ান নম্বর ২৭৬, আরএস দাগ নম্বর ১৫১৪,পরিমাণ ১২ শতক,শ্রেণী লায়েক পতিত।একই মৌজায় আরএস দাগ নম্বর ১৫১৭,পরিমাণ ১৪ শতক, শ্রেণী দেবস্থান এবং আরএস খতিয়ান ২৭৮, আরএস দাগ নম্বর ১২০৮, পরিমাণ ২২ শতক,শ্রেণী জনসাধারণের ব্যবহার্য বলে উল্লেখ রয়েছে।

স্থানীয়রা জানান, মালশিরা গ্রামের এসব সম্পত্তির মালশিরা সার্বজনীন কালীমন্দির। মালশিরা গ্রামের হেন্দু সম্প্রদায়ের মানুষ বংশপরম্পরায় এই মন্দিরে কালীপূজা করে আসছেন। মন্দির দেখভালের দায়িত্বে ছিলেন সন্তোষ ও দ্বিজেন। তারা প্রায় দু’যুগ ধরে এই মন্দির দেখভাল করে আসছেন।কিন্ত্ত এখন তারা মন্দিরের এসব সম্পত্তি তাদের নিজেদের দাবি করে পূজা-অর্চনায় বাধা প্রদান করছেন। অথচ এসব সম্পত্তি নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে, তার পরেও সম্পত্তি জবর দখলে নানা অপতৎপরতা শুরু করেছেন সন্তোষ ও দ্বিজেন। এনিয়ে এলাকার হেন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে চরম ক্ষোভের সৃস্টি হয়েছে।

মালশিরা সার্বজনীন কালীমন্দির কমিটির সভাপতি অসিত সরকার ও সম্পাদক উজ্জল প্রামানিক বলেন, সন্তোষ ও দ্বিজেন দীর্ঘদিন তাদের মন্দির দেখভালের দায়িত্বে ছিলেন। আর এই সুযোগে তারা জাল কাগজপত্র সৃষ্টি করে মন্দির জবর দখলে মরিয়া হয়ে উঠেছে। তারা গত ২৭মে থেকে মন্দিরে পূজা-অর্চনা চলছে,তারা পূজা-অর্চনায় বাধা দিচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট