মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোরে পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে তানোর উপজেলা পরিষদ সভাকক্ষের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিকের নাম লুৎফর রহমান (৪০)। তিনি দৈনিক কালবেলা ও সোনার দেশ পত্রিকার তানোর উপজেলা প্রতিনিধি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তানোর উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঞার মতবিনিময় সভা ছিল ওই দিন। উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভাটি উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভাস্থলে প্রবেশের সময় কতিপয় দুর্বৃত্ত সাংবাদিক লুৎফর রহমানের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত সাংবাদিক জানান, “আমি বিকেলে পেশাগত দায়িত্ব পালনের জন্য সভাকক্ষের সামনে উপস্থিত হলে পূর্ব শত্রুতার জেরে কয়েকজন দুর্বৃত্ত আমাকে হুমকি দেয় এবং ধাক্কা দেয়। পরে তারা দলবদ্ধভাবে আমার ওপর হামলা চালায়—কিল, ঘুষি ও লাথি মেরে আমাকে বেধড়ক মারধর করে। প্রায় ১০ মিনিট ধরে তারা আমাকে নির্যাতন করে।”
তিনি অভিযোগ করেন, স্থানীয় এক বিএনপির বহিষ্কৃত নেতার ইশারায় এ হামলার ঘটনা ঘটেছে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক স্থানীয় নেতা বলেন, “সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তানোর বিএনপির ভেতরে-বাইরে ব্যাপক সমালোচনা হচ্ছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। যারা এমন ঘটনার সঙ্গে জড়িত, দলে তাদের কোনো জায়গা নেই।”
এদিকে, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, “ঘটনার বিষয়ে সাংবাদিক লুৎফর রহমান মোবাইলে আমাকে অবগত করেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয় সাংবাদিক মহল ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।#