মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা উলামা বিভাগের উদ্যোগে শনিবার (২০২৫) “ইনসাফপূর্ণ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, “যেদিন রাসুলের আদর্শ সংসদে প্রতিষ্ঠিত হবে, সেদিনই তাঁর সিরাতের সার্থকতা নিশ্চিত হবে। আওয়ামী সরকার রাসুলের আদর্শ বাদ দিয়ে কিছু নোংরা বুদ্ধিজীবীর আদর্শ শিক্ষা দিচ্ছে। রাসুল (সা.)–এর আদর্শ ছাড়া রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা কখনোই টেকসই হতে পারে না। সমাজ থেকে মুনাফেকি নেতৃত্ব দূর করে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে এবং সকল হত্যার বিচার করেই নির্বাচনের দিকে যেতে হবে।
অন্য বক্তারা বলেন, রাসুলুল্লাহ (সা.) তাঁর জীবনদর্শনের মাধ্যমে মানবতার জন্য এক পূর্ণাঙ্গ আদর্শ উপহার দিয়েছেন। সমাজে ন্যায়–ইনসাফ প্রতিষ্ঠা, পারস্পরিক ভ্রাতৃত্ব, মানবকল্যাণ ও রাষ্ট্র গঠনের প্রতিটি ক্ষেত্রে তিনি অনুসরণীয় দৃষ্টান্ত রেখে গেছেন। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের রাজশাহী শাখার সভাপতি ড. ওবায়দুল্লাহ এবং রাজশাহী জেলা উলামা বিভাগের সভাপতি মো. সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলামা বিভাগ তানোর উপজেলার সভাপতি কাজী মাওলানা মো. মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন উলামা বিভাগের উপজেলা সেক্রেটারি ক্বারী মাওলানা আইয়ুব আলী। জামাতের আমির আলমগীর হোসেন।আরো উপস্থিত ছিলেন তানোর উপজেলা জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ।#