স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী: জনকন্ঠের স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় সাংগঠনিক সচীব তৌহিদ আক্তার পান্নার পিতার ১৯তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে মঙ্গলবার। পিতার মৃত্যু বার্ষিকী উপলক্ষে ছেলে মেয়েদের পক্ষ থেকে অসুস্থ গরীব মানুষের চিকিৎসায় সহযোগিতা ও দোয়ার ব্যবস্থা করা হয়। গত ১৯ বছর আগে ২০০৫ সালের ৪ঠা জুন দুপুর ১২টা ৫৫ মিনিটে অসুস্থ জনিত কারণে চিকিৎসারত অবস্থায় ঈশ্বরদীর উপজেলা রোডস্থ দরিনারীচা গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
পরিবারের সদস্যদের পক্ষ থেকে আত্মীয়-স্বজন,বন্ধুবান্ধব ও শোভাকাঙ্খিদের নিকট মানব দরদী, পরোপকারী সমাজ সেবক ও বিশিষ্ট ব্যাবসায়ী মোহাম্মদ আলী সরদারের আতœার শান্তি ও তিনি যেন জান্নাতবাসী হউন সে জন্য দোয়া কামনা করা হয়েছে।#