মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে বেগম বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালিত হয়।
এ উপলক্ষে শুক্রবার নাচোল রেল স্টেশন শ্রীরামপুর নিজ কার্যালয়ে নাচোল উপজেলা বিএনপি আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভায় নাচোলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ আব্দুস সালাম তুহিন ৪৪- চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল,গোমস্তাপুর,ভোলাহাট) আসনের এম পি মনোনয়ন প্রত্যাশি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনিরুল ইসলাম, উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি, শাজাহান আলী, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান,উপজেলা সাংগঠনিক সম্পাদক বিএনপি ও ওয়ার্ড সদস্য, মোঃ আতাউর ইসলাম, সাধারণ সম্পাদক নাচোল পৌর বিএনপি, তরিকুল ইসলাম, সহ সভাপতি নাচোল উপজেলা বিএনপি, মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পৌর বিএনপি, বজলুর রহমান, সহ ক্রিয়া সম্পাদক, আরাফাত রহমান কোকো ক্রিয়া সংসদ চাঁপাইনবাবগঞ্জ, টিপু সুলতান, সহ সম্পাদক, নাচোল উপজেলা বিএনপি, আব্দুল আওয়াল, যুগ্ন সম্পাদক নাচোল উপজেলা বিএনপি, আজিজুর রহমান, প্রচার সম্পাদক, সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
সঞ্চালনায় তনময় আহমেদ , যুগ্ন আহবায়ক স্বেচ্ছাসেব দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। দেশব্যাপী দলীয় কার্যালয় ও মসজিদে দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। তবে নেতাকর্মীদের কেক কাটতে নিষেধ করা হয়েছে। গতকাল বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।#