মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আহুড়া যুব উন্নয়ন ক্লাব কতৃক আয়োজিত মিনি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ই আগষ্ট বৃহস্পতিবার বিকেল ৪ টায় আহুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনে হাজারো দর্শকের উপস্থিতিতে খেলাটি অনুষ্ঠিত হয়েছে।
আহুড়া যুব উন্নয়ন ক্লাবের সভাপতি মোঃজারজিস আলীর সভাপতিত্বে, খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আলহাজ্ব মোঃ আব্দুস সালাম তুহিন ৪৪- চাঁপাইনবাবগঞ্জ-২(নাচোল,গোমস্তাপুর,ভোলাহাট) আসনের এম পি মনোনয়ন প্রত্যাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু তাহের খোকন নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান নাচোল উপজেলা পরিষদ,মোঃ শফিকুল আলম, প্রভাষক নাচোল সরকারি ডিগ্রী কলেজ, মোঃশাজাহান আলী ইউ পি সদস্য নাচোল সদর ইউনিয়ন পরিষদ, মোঃআতিকুর রহমান প্রধান শিক্ষক আহুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃসাবের আলী সবুর ওয়ার্ড সদস্য ২ নং ফতেপুর ইউ পি, মোঃশাহাবুদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, মোঃআবুল কালাম আজাদ সাবেক সভাপতি আহুড়া যুব উন্নয়ন ক্লাব, মোঃ জাক্কার আলী পল্লী পশু চিকিৎসক, আনোয়ার হোসেন মোল্লা সাধারন সম্পাদক আহুড়া যুব উন্নয়ন ক্লাবসহ স্থানীয় খেলাপ্রেমী স্থানীয় ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি বলেন, “খেলাধুলা শুধু শরীর চর্চা বা বিনোদনের মাধ্যম নয়, এটি একটি শক্তিশালী শিক্ষা ব্যবস্থা যা শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বগুণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন একটি আয়োজনের মাধ্যমে আয়োজক কমিটি সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে এবং মোবাইল বাদ দিয়ে খেলার প্রতি আগ্রহ বাড়াতে হবে বলে জানান। তাছাড়া বাল্যবিয়ে, মাদক নির্মুলে ব্যবস্থা গ্রহনসহ বিভিন্ন সামাজিক অসংগতির বিরুদ্ধে সংক্রিয় ভূমিকা পালন করে। টানটান উত্তেজনা খেলাটি অনুষ্ঠিত হয়ে মাধবপুর জামতলা একাদশ- ৬ -০ গোলে পাহাড়পুর ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলার সার্বিক সহযোগিতায় দেখভাল করেন আব্দুল,মোল্লাসহ অন্যন্যরা। খেলাটি সঞ্চালনা করেন মোঃমতিউর রহমান ও জাক্কার আলী।#