মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নে ভয়াবহ বন্যায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর, চাঁপাইনবাবগঞ্জ এবং স্বেচ্ছাসেবী সংগঠন প্লাজমা ফাউন্ডেশন। বন্যার্তদের চিকিৎসা নিশ্চিত করতে যৌথভাবে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) রা বাড়ি বাড়ি গিয়ে অসুস্থ মানুষকে চিকিৎসা সেবা প্রদান করেন এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।
দিনব্যাপী এই কার্যক্রমে সরাসরি উপস্থিত থেকে দিকনির্দেশনা দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. সুমন। ডা. সুমন জানান, “প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিটি ৬ হাজার জনগণের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক রয়েছে, যেখানে কর্মরত আছেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার। আলাতুলিতে বন্যাকবলিত মানুষের চিকিৎসা নিশ্চিতে সিএইচসিপি সামাউন কবির মানিক ও প্লাজমা ফাউন্ডেশনের প্রস্তাবে আমি তাৎক্ষণিকভাবে এই উদ্যোগ নেই।
সারাদিনে প্রায় ৬০০ পরিবারের ১ হাজার ৭০০ জন রোগীকে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে।” তিনি আরো বলেন, যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও সিএইচসিপিরা তাদের নিয়মিত দায়িত্বের বাইরে গিয়ে জনগণের সেবায় নিয়োজিত থাকেন। এ সময় প্লাজমা ফাউন্ডেশন ওষুধের পাশাপাশি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও কিশোরীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করে।
এছাড়া পানিবাহিত রোগ প্রতিরোধ, শিশু ও নবজাতকের যত্ন, সাপ কামড়ের প্রাথমিক চিকিৎসা, গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা এবং নিরাপদ খাদ্য গ্রহণ বিষয়ে ব্যাপক স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমন জানান, প্রয়োজনে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।#