মোহাঃ হারুন অর রশিদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো ৯ মাস থেকে ১৫ বছর কম বয়সী শিশু-কিশোরকে টাইফয়েডের টিকা দেওয়া শুরু হয়েছে। সিভিল সার্জন অফিসের আয়োজনে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় টাইফয়েড থেকে সুরক্ষা দিতে এই টিকা কার্যক্রমের আয়োজন করা হয়।
আজ রোববার সকাল সাড়ে ১০টায় শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের টাইফয়েড টিকা দেওয়া ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।
এসময় উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান, সিভিল সার্জন ডা. এ, কে, এম শাহাব উদ্দীন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক শুকলাল বৈদ্য, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সামাদ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাঁপাইনবাবগঞ্জের মেডিকেল অফিসার ডাঃ ফারহানা হক।
জেলার ১৭৯৫ প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত ৪ লাখ ৯৭ হাজার ১৫৭ জন শিক্ষার্থীরা ৩০ অক্টোবর পর্যন্ত স্কুল ও মাদ্রাসায় এই টিকা দেয়া হবে। এরপর ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী অন্যান্য শিশুরা কমিউনিটি ক্লিনিকে টিক গ্রহণ করতে পারবে।#