# রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ থেকে………………………………………
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতির পিতার ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা , কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বাংলাদেশ আওয়ামীলীগের আয়োজনে শিবগঞ্জ ডাকবাংলা চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু আহমেদ নজমুল হক মুক্তার সভাপতিত্বে ও থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খানের সঞ্চালনায় প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ডা: সামিল উদ্দিনের অনুপস্থিতিতে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর সভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য সাহিদা খাতুন রেখা,থানা যুবলীগের সাধারণ সম্পাদক তসিকুল ইসলাম টিসু, থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। আলোচনা সভা শেষে কেক কাটা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।#