1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ০৪:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় মাদক সেবনের অপরাধে ভ্যাম্যমান আদালতে ৫জনের কারাদন্ড বাঘার ইউএনওর এডিসি পদে পদোন্নতি, শুভেচ্ছা জানালো বিএনপি নেতৃবৃন্দ ঠাকুরগাঁও’র হরিপুরে পূর্ব শত্রুতার জেরে ফসলের ক্ষেত নষ্ট, থানায় অভিযোগ পদোন্নতি পাওয়া ইউএনওকে বর্তমান কর্মস্থল বাঘায় রাখার দাবিতে মানবন্ধন খুলনা সহ ১৪ জেলায় ঘূর্ণিঝড় দানার প্রভাবে জলোচ্ছ্বাসের আশঙ্কা সাতক্ষীরায় ঘূর্ণিঝড় দানা’র আতঙ্ক:বেড়িবাঁধ নিয়ে উদ্বেগ সাইটসেভার্স এর সহযোগিতায়,ব্র্যাকের উদ্যোগে দাকোপে উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা  কালীগঞ্জে গাজীপুরের নবাগত ডিসির মতবিনিময় আত্রাইয়ে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন পত্নীতলায় আশা শিক্ষা কর্মসূচির অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালপুরের গ্রীণভ্যালি পার্কে শিক্ষা সফরে আসা শিক্ষার্থীদের সাথে গৌরীপুর স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ২

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিজস্ব প্রতিবেদক (লালপুর) নাটোর………………………….

নাটোরের লালপুর উপজেলায় অবস্থানরত গ্রীণভ্যালি পার্কে শিক্ষা সফরে আসা শিক্ষার্থীরা গৌরীপুর স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় উভয় পক্ষের সংঘর্ষে ২ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার(২৩শে ফেব্রুয়ারী-২৩)সকাল সাড়ে ১০টার দিকে লালপুর উপজেলার গৌরীপুর স্কুল এন্ড কলেজ গেটের সামনে এ ঘটনা ঘটে। স্

 

থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা শিক্ষা সফরের উদ্দেশ্য লালপুর গ্রীন ভ্যালি পার্কে যাচ্ছিলেন। তারা গৌরীপুর স্কুল এন্ড কলেজে গেটে বাস থামিয়ে ছাত্ররা খালি গায়ে নাচানাচি করে এবং গৌরীপুর স্কুল এন্ড কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করায় উক্ত কলেজের ছাত্ররা তাদের নিষেধ করতে গেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে গেলে ইটের আঘাতে গৌরীপুর স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র সোহান (১৩) ও ঝিনাইদহ উপজেলার হামদহ গ্রামের সামিরুল ইসলাম (৬২) গুরুতর আহত হয়।

 

আহত সোহান নুরুল্লাপুর গ্রামের আসলাম আলী ছেলে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ঝিনাইদহ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের একজন শিক্ষক জানান,আমরা একটি বাস থামিয়ে শিক্ষার্থী ও বয়স্ক অভিভাবকদেরকে প্রস্রাব করার জন্য গৌরীপুর স্কুল এন্ড কলেজের গেটে গাড়ি থামিয়ে বিদ্যালয়ের ভিতরে প্রবেশ করি। কিন্তু হঠাৎ করে কিছু শিক্ষার্থীরা গাড়ি থেকে নেমে স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে,যার এক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে উত্তেজনার সৃষ্টি হলে হাতাহাতির ঘটনা ঘটে এবং ঘটনাস্থলে কয়েকজন আহত হয়। তবে কি বিষয় নিয়ে এমন ঘটনা ঘটেছে তা আমরা বুঝতে পারিনি

 

। গৌরীপুর স্কুল এন্ড কলেজের শিক্ষকদের অভিযোগ, অ্যাসেম্বলী চলাকালীন সময় তাদের আরেকটি বাস পেছোনে দাড়িয়ে মেয়েদেরকে লক্ষ্য করে বোতলের পানি ছুড়ে ও অশ্লীল ভাবে কথা বলায় শিক্ষার্থীরা প্রতিবাদ করলে তাদের শিক্ষা সফরের গাড়ি হতে ৮ থেকে ১০জন নেমে শিক্ষার্থীদেরকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদের আহতদের উদ্ধার করে স্থানীয় ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন ও গুরুতর আহত ২ জনকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে পিকনিকে আসা বাসসহ যাত্রীদের গৌরীপুর স্কুল এন্ড কলেজে গেটে স্থানীয় লোকজন আটক করে।

 

এ ব্যাপারে গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হযরত আলী জানান, ঘটনাটি ঘটার পর থানা পুলিশকে জানানো হয়।পরে লালপুর থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে আহত শিক্ষার্থীর চিকিৎসা বাবদ তিন হাজার পাঁচশত টাকা খরচ ও মুচলেকা নিয়ে ঝিনাইদহ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষকদের ছেড়ে দেওয়া হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট