
# কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে মারপিট, শ্লীলতাহানী, চুরি ও হুমকি প্রদানের ঘটনায় জাঙ্গালীয়া ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের মৃত সামসুল হকের ছেলে আওড়াখালী বাজারে সার ও বীজ ব্যবসায়ী মো. হুমায়ুন কবির এর বিরুদ্ধে থানায় মামলা।
ভূক্তভোগী ও থানা সূত্রে জানা যায়, উপজেলার বক্তারপুর ইউনিয়নাধীন বেরুয়া গ্রামের আনোয়ার হোসেন দীর্ঘ দিন যাবৎ সৌদী আরবে চাকুরীরত। তার স্ত্রী তিন সন্তান নিয়ে গ্রামের বাড়ীতে বসবাস করেন। এই সুবাধে উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের ছাতিয়ানি গ্রামের মৃত সামসুল হকের ছেলে আওড়াখালী বাজারে সার ও বীজ ব্যবসায়ী মো. হুমায়ুন কবির প্রবাসীর স্ত্রীর সাথে পরিচিত হন এবং সুসম্পর্ক গড়ে তোলেন। সেই সুযোগে মো. হুমায়ুন কবির তার পরিবারের সমস্যার কথা বলে প্রবাসীর স্ত্রীর নিকট হতে বিভিন্ন সময় টাকা ধার নেয়। প্রবাসীর স্ত্রী গত ২ জানুয়ারী ২০২৬ইং সন্ধ্যা ৬টার দিকে আওড়াখালী বাজারস্থ মো. হুমায়ুন কবিরের সার ও বীজের দোকানে গিয়ে ধারের টাকা ফেরত চাইলে মো. হুমায়ুন কবির তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। এক পর্যায়ে তার দোকানে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করেন এবং গলা চাপিয়া ধরিয়া শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। এ সময় তার গলায় থাকা স্বর্নের চেইন নিয়ে যায়।
প্রবাসীর স্ত্রী কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এ বিষয়ে প্রবাসীর স্ত্রী বাদী হয়ে মো. হুমায়ুন কবিরের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ২৪(১)২৬ নং মামলা দায়ের করেন।
এ বিষয়ে প্রবাসীর স্ত্রী জানান, উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের ছাতিয়ানি গ্রামের আওড়াখালী বাজারে সার ও বীজ ব্যবসায়ী মো. হুমায়ুন কবির আমার পূর্ব পরিচিত। তার পরিবারের সমস্যার কথা বলে বিভিন্ন সময় আমার নিকট থেকে টাকা ধার নেয়। আমার টাকার বিশেষ প্রয়োজন হলে তার দোকানে গিয়ে টাকা চাই। তখন সে আমাকে গালিগালাজ করে। এক পর্যায়ে দোকানে থাকা লোহার রড দিয়ে আমার মাথায় আঘাত করে এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। আমার গলায় একটি স্বর্ণের চেইন ছিল তা নিয়ে যায়। পরে আমি কালীগঞ্জ সরকারী হাসপাতালে গেলে ডাক্তার আমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসা শেষে কালীগঞ্জ থানায় ২৪(১)২৬ নং মামলা দায়ের করি।
এ বিষয়ে অভিযুক্ত মো. হুমায়ুন কবির আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন গত ২/১/২০২৬ তারিখে আমার দোকানে এধরনের কোন কিছুই ঘটেনি, আমাদের প্রতিনিধি মো. হুমায়ুন কবিরকে জিজ্ঞেস করেন মারামারি ঘটনা না ঘটলে কালীগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছে সেই চিকিৎসার ব্যবস্হ্যাপত্র এবং উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে কেন হুমায়ুন কবির বলেন টাকা দিয়ে এমন ভুয়া কাগজপত্র বানানো যায়, আমি ঐ মহিলা এবং তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে মামলা করবো।
মামলার তদন্ত কর্মকর্তা ও কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আশরাফুল ইসলাম জানান, প্রবাসীর স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে সাধারণ জখম করা, শ্লীলতাহানী, চুরি ও হুমকি প্রদানের অভিযোগে জাঙ্গালীয়া ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের মৃত সামসুল হকের ছেলে আওড়াখালী বাজারে সার ও বীজ ব্যবসায়ী মো. হুমায়ুন কবির এর বিরুদ্ধে প্রবাসীর স্ত্রী বাদী হয়ে কালীগঞ্জ থানায় ২৪(১)২৬ নং মামলা দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#