বেসরকারি টেলিভিশন ‘এখন’ টিভির সাংবাদিক সদা হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত মাসুমা আক্তার আর আমাদের মাঝে আর নেই। মঙ্গলবার ভোর রাত ৪টা ১৫ মিনিটে আমাদের প্রিয় সহকর্মী মাসুমা আক্তার ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত কয়েকদিন আগে মাসুমা আক্তার ও তার স্বামী এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এই হৃদয়বিদারক সংবাদ আমাদের গভীরভাবে ব্যথিত করেছে।
সাংবাদিকতার পেশায় তিনি একজন নিষ্ঠাবান ও সংগ্রামী মানুষ ছিলেন। তার এই অকালপ্রয়াণ সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।
মহান আল্লাহ যেন মরহুমার রূহের মাগফিরাত করেন এবং শোকাহত পরিবারকে এই শোকে ধৈর্য ধারণের শক্তি দেন। আমিন। রাজশাহীর সাংবাদিক মহল তার অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত। ফেসবুক থেকে সংগৃহীত#