1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাঘাটায় রূপচাঁদার নামে বিক্রি হচ্ছে নিষিদ্ধ রাক্ষসী বিষাক্ত পিরানহা! রাজশাহীতে ৭ দাবিতে কাফনের কাপড় পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ রাজশাহীতে এনসিপির যুগ্ম সমন্বয়ক শামীমা সুলতানা দল থেকে পদত্যাগ রূপসায় টিএসবি ইউনিয়ন কৃষকদলের কর্মীসভা অনুষ্ঠিত সারিয়াকান্দিতে ইউএনও’র সাথে বণিক সমবায় সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিবির সফল অভিযানে রাজশাহীতে ডাকাতদল গ্রেফতার, স্বর্ণালঙ্কার নগদ টাকা মোটরসাইকেল উদ্ধার নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজের সভাপতির পদত্যাগ ও অধ্যক্ষের বিচারের দাবিতে মানববন্ধন ঢাকায় আল খিদমাহ ন্যাচারাল কেয়ারে ইমামদের প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে সভাপতি রেজাউল, সম্পাদক শামসুলকে তানোর প্রেসক্লাবের অভিনন্দন আইপি উন্মুক্তের দাবি সোনামসজিদ আমদানী-রপ্তানীকারক গ্রুপের

উৎপাদন এলাকা আত্রাইতেই সবজি ও আলুর দাম লাগামহীন

  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ উৎপাদন এলাকা নওগাঁর আত্রাই অঞ্চলে পাইকারি পযায়ে সব ধরনের সবজির দাম এখন চড়া। গত এক সপ্তাহে এখানকার মোকামে সবজির দাম বেড়ে প্রায় দ্বিগুন হয়েছে। খুচরা পর্যায়েও অধিকাংশ সবজির কেজি এক শ টাকার আশপাশে। সবজির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে পেঁয়াজ আর আলুর দাম। বিক্রেতার বলছেন, সম্প্রতি টানা বৃষ্টির কারণে অনেক ফসল নষ্ট হওয়ায় পাইকারি মোকামে সবজির সরবরাহ কমেছে। এ ছাড়া শীত কালীন আগাম সবজিও সে ভাবে আসছে না। এসব কারণে সবজির দাম আগের তুলনায় বেড়েছে।

এদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজারে তদারকি শুরুর সিদ্ধান্ত নিয়েছেন উপজেলা প্রশাসন। সবজির দাম যেন লাগামহীন। সবজির মতো বিভিন্ন শাকের দামও বেড়েছে। গতকাল নওগাঁর আত্রাই উপজেলার কাশিয়াবাড়িহাটের আড়তের ছবি নওগাঁ জেলার অন্যতম বড়পাইকারি মোকাম কাশিয়াবাড়িহাট। এখান থেকে রাজধানী ঢাকা,চট্রগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন শহর ও এলাকায় সবজি সরবরাহ করা হয়। গতকাল শনিবার এহাটে পাইকারিতে এককেজি করলা বিক্রি হয়েছে ৮০ থেকে ৯০টাকায়, যা একসপ্তাহ আগে ছিল ৫০ টাকা। এভাবে প্রতি কেজি বেগুন ও কাকরোঁলের দাম ৩০টাকা থেকে বেড়ে ৮০টাকায়, পটোল ২৫ টাকা থেকে বেড়ে ৬০ টাকায়,শসা ৩০-৪০টাকা থেকে৬০ টাকায় উঠেছে। ঢ্যাঁড়স, পেঁপে,মিষ্টিকুমড়া,কচুমূখি, মূলা সহ অন্যান্য সবজির দামও আগের তুলনায় কেজিতে ১০ থেকে ৩৫ টাকা বেড়েছে।

এই পাইকারি হাটে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম১০৫ টাকা থেকে ১৬০ টাকা হয়েছে। কাশিয়াবাড়ি হাটের পাইকারি সবজি ব্যবসায়ী নিয়ামত আলী বলেন,বৃষ্টিতে অনেক খেতের সবজি নষ্ট হয়েছে। একারণে হাটে সবজির সরবরাহ কম। অন্যান্য বছর এ সময় শীতকালীন আগাম সবজিতে হাট ভরে যেত। এবার মূলা ও লাউ ছাড়া শীতকালীন অন্যান্য সবজির তেমন সরবরাহ নেই। এসব কারণে সবজির দাম চড়া।

এদিকে কাশিয়াবাড়ি পাইকারী বাজারের সাথে পাল্লা দিয়ে উপজেলার খুচরা বাজারেও বেশি দামে সবজি বিক্রি হচ্ছে। যেমন উপজেলার সাহেবগঞ্জ বাজার, বিহারীপুর মুক্তিযোদ্ধা বাজার, আহসানগঞ্জ রেলওয়ে স্টেশান বাজার, জগদাশ বাজার, ব্রজপুর বাজার, মিজাপুর বাজার, সাহাগোলা স্টেশন বাজার শসা ৮০ টাকা থেকে ১২০ টাকা,কাঁকরোল ও করলা ১০০ টাকা, বেগুন ৪০ টাকা থেকে ৬০ টাকা,ঢ্যাঁড়স ৯০টাকা,পটোল ৪০টাকা কচুকুরি ৭০ টাকা পেঁপে ৪০ টাকা, পেঁয়াজ ১৬০ টাকা থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহে এসব বাজারে সবজির দাম দ্বিগুন বা তার চেয়ে বেশি বেড়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট