# মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস ২০২৫ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল আনুমানিক ১০টায় উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো.মোতালেব হোসেনের নেতৃত্বে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় র্যালীতে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি শেখ রেজাউল ইসলাম রেজু।উপজেলা বিএনপির সিনিয়র নেতা আলহাজ্ব আব্দুল জলিল চকলেট, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক, মো.কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, সিনিয়র সহ সভাপতি মো.আফছার আলী,উপজেলা যুব দলের আহ্বায়ক মো.খোরশেদ আলম,যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটন,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.আবুল কালাম আজাদ,পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.নিয়ামত আলী বাবু সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।#