# মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম পত্নীতলা উপজেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলনে পাটুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম সভাপতি এবং সুবরাজপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আবু সায়েম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার (৯ জুন) সকাল ১০ টায় নজিপুর বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে ত্রি বার্ষিক সম্মেলনে বাঁকরইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাবেশিকফো’র কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বাসেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আমন্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবঃ) মোহাম্মদ আলী,বিশেষ অতিথি ছিলেন বরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবঃ) আবুল হোসেনসহ বিভিন্ন মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ প্রমূখ।
নব নির্বাচিত ১০১ সদস্য বিশিষ্ট কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মোঃ রশিদুল আলম, পত্নীতলা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আব্দুস ছালাম অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন।#