1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৪:০০ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন কচুয়ায় সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন সাতক্ষীরার শ্যামনগর পৌরসভা বাতিলের দাবীতে গণসমাবেশ তানোরে কৃষি জমির মাটি কেটে বাড়ি নির্মাণ, প্রশাসনের অনুমতি ছাড়াই চলছে খনন কাজ গোমস্তাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, চোলাইমদসহ একজন গ্রেপ্তার জামায়াতে ইসলাম  ধর্মকে পুঁজি করে রাজনীতি শুরু করেছেঃ রূপসায় আজিজুল বারী হেলাল রূপসায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টর ১ম সেমিফাইনাল অনুষ্ঠিত  ঢাকায় শিক্ষক সমাবেশে হামলার প্রতিবাদে রাজশাহীতে প্রতিবাদ কর্মবিরতি সমাবেশ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারী-পুরুষসহ প্রায় ২০ জন আহত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাইবান্ধার সাদুল্লাপুরের নলডাঙ্গায় কিশামত হামিদ মৌজায় ভুমি দস্যুদের দৌরাত্ম্য চরমে, থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ শাহদাৎ হোসেন খোকন/ শাহরিন সুলতানা সুমা গাইবান্ধা থেকে………………..

গাইবান্ধার সাদুল্লাপুরের নলডাঙ্গায় কিশামত হামিদ মৌজায় ভুমি দস্যু মোঃ আতোয়ার হোসেন (৫২) ও মোঃ নাজমুল হোসেন গং এর দৌরাত্ম্য চরমে পৌঁছয়িাছ।েতাদরে আগ্রাসনরে হাত থকেে জমি উদ্ধারের জন্য পুলশিরে হস্তক্ষপে কামনা করছেনে সাংবাদকি শাহরিন সুলতানা সুমা ।

 

সাদুল্লাপুর থানায় মামলা সুত্রে জানা গেছে, বিবাদী মোঃ আতোয়ার হোসেন (৫২), পিতাঃ মৃত আব্বাস আলী, মোঃ আঃ জোব্বার মিয়া, মোঃ রাঙ্গা মিয়া (৪৪), উভয়ের পিতাঃ মৃত ফয়জার হোসেন, মোঃ নাজমুল হোসেন, পিতাঃ মোঃ সাদা মিয়া, মোঃ আকবর আলী ধনি পিতাঃ মৃত আব্বাস আলী, মোঃ মাইদুল ইসলাম, (২২), মোঃ মেহেদী হাসান (২০) উভয়ের পিতাঃ মোঃ জোব্বার আলী, মোছাঃ তানজিনা বেগম, (২৫) স্বামীঃ মোঃ আলমগীর হোসেন, মোছাঃ ফারজানা বেগম (৩২), স্বামীঃ মোঃ রাঙ্গা মিয়া, সর্বসাং কিশামত হামিদ, উপজেলাঃ সাদুল্লাপুর, জেলাঃ গাইবান্ধা। এরা সবাই সন্ত্রাসী এবং ভূমি দস্যু। এরা খারাপ প্রকৃতরি লোক। তাদরে ভয়ে এলাকার সহজ সরল গরীব শ্রণেরি মানুষ তটস্ত। এরা পারে না বা এদরে দ্বারা হয় না এমন কোন কাজ নইে।এলাকার নরিীহ মানুষরো এদরে হাত থকেে বাঁচতে চায়।

 

তফসিল বর্ণিত জমির মালিক মোঃ হোহেল মিয়া, মোঃ শাহদাৎ হোসেন খোকন, মোঃ নুরুন্নবী আহম্মেদ লিটু ডাক্তার, সকলের পিতাঃ মৃত ডাঃ সাখাওয়াত হোসেন, ও মোঃ ইমরান মিয়া, পিতাঃ মৃত নুর মোহাম্মদ লিটন, তপসীল বর্ণিত জমি বিবাদী গণের বসত বাড়ির পাশে হওয়ায় অনুমানকি ৮/৯ বছর পূর্বে বিবাদীদ্বয়ের নিকট আমার তফসিল বর্ণিত জমি বর্গাহিসাবে চাষাবাদের জন্য দেই। এমতাবস্থায় তপসিল বর্ণিত জমি অন্যত্র মোঃ আতোয়ার হোসেন ও মোঃ আঃ জোব্বার মিয়াকে তফসীল বর্ণিত জমি ছাড়িয়া দেয়ার জন্য বললে উক্ত বিষয় নয়িে বিবাদীগণের সহিত মনোমানিল্য সৃষ্টি হয়।

 

গত ১২/০১/২০২৩ ইং তারিখ সকাল অনুমানকি ১০টার সময় গাইবান্ধা জেলার অধীন সাদুল্লাপুর থানার অন্তর্গত ২নং নলডাঙ্গা ইউনিয়নের কিশামত হামিদ মৌজাস্থ আমার তফসিল বর্ণিত জমিতে (তফসিল জমি মৌজাঃ কিশামত হামিত, জেএল নংঃ ০৩, খতিয়ান নংঃ ২২১, দাগ নংঃ ২০৩৩, ১.০৯ শতক) গয়িে জমির ভোগ দখল ছড়েে দেয়ার জন্য অনুরোধ জানালে বিবাদীগণ একত্রিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ কর।ে তফসিলভূক্ত জমি আমাকে দখল ভোগ করতে দিবে না বলে শাসয়িে যায় এবং তফসিল বর্ণিত জমি জোড় পূর্বক দখল করার ও হুমকী দয়ে। বাদি জানান, আমি ও আমার ওয়ারিশগণ জমিতে গেলে খুন জখম এবং জমি জমা সংক্রান্ত বিষয়ে মিথ্যা মামলা দয়িে হয়রানী করার হুমকী ধামকি প্রদান করে।

 

এব্যাপারে মোঃ ইয়াকুব আলী, পিতাঃ মৃত নাদের আলী, সাং নলডাঙ্গা, মোঃ লাল মিয়া, পিতাঃ মৃত তমিজ উদ্দিন, সকলের সাং নলডাঙ্গা, থানা সাদুল্লাপুর, জেলাঃ গাইবান্ধা সহ আরো অনেকে ঘটনার বিষয়ে অবগত রয়েেছন।

 

উল্লেখিত বিষয় নিয়ে সাদুল্লাপুর থানায় একটি জিডি দায়ের করা হয়েছে। আসামীরা বভিন্নিভাবে বাদি ও তার পরিবার কে হুমকী প্রদান করে আসছে। তাই বিবাদীগণকে আইনের আওতায় নয়িে আসা প্রয়োজন বলে ভূক্তভোগী পরবিার ও এলাকাবাসি মনে করনে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট