ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি…………………………………………..
নওগাঁর ধামইরহাটে ‘ধামইরহাট আইডিয়াল মাদরাসা’র উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর সকাল ১০ টায় ধামইরহাট থানার সামনে সাইদ কমপ্লেক্সে ধামইরহাট আইডিয়াল মাদরাসার চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদরাসার প্রধান উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, ওসি মোজাম্মেল হক কাজী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার গোলাম রব্বানী, অধ্যক্ষ ছানাউল্লাহ নূরী, মাদরাসার সেক্রেটারী মামুনুর রশীদ, পরিচালক আবু তাহের, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল ইসলাম, উপদেষ্টা প্যানেল মেয়র মেহেদী হাসান, কাউন্সিলর আমজাদ হোসেন সহ মাদরাসার বিভিন্ন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় মাদরাসায় নিয়োগকৃত শিক্ষকদের নিয়োগপত্র প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী। ধামইরহাটে এই প্রথম প্রাইভেট মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠান যেটি সম্পূর্ণ ভাবে ঢাকায় কর্মরত ব্যক্তি উদ্যোগে ধামইরহাটের কিছু তরুন ও উন্নয়নকামী যুবকদের উদ্যোগে এই প্রতিষ্ঠান। যাতে আরবি ও ইংরেজি সহ প্রাথমিকের সকল সিলেবাস ও সরকারী কারিকুলামের সমন্বয়ে যুযোগপযোগী ও মান সম্মান শিক্ষা প্রদান করা হবে। #