নিজস্ব প্রতিবেদক, রাজশাহী …………………………………………………
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত মোশারফ হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। । বৃহস্পতিবার (৩ নভেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। সে পবনা জেলার ঈশ্বরদী থেকে গত ৩১ অক্টোবর রামেক হাসপাতালে এসে ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, হঠাৎ করেই রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। কেবল ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৬ জন। এ পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৪১ জন। তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে রামেক হাসপাতাল ছেড়েছেন ১০ জন রোগী।
যদিও রাজশাহীতে এখন পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ কম। রাজধানী ঢাকা ও পাবনার রূপপুর পারমাণবিক কেন্দ্রে কর্মরত মানুষসহ অন্যান্য জেলা থেকে আক্রান্ত হয়ে রামেকে চিকিৎসা নিচ্ছেন বেশি। হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে রেখে বর্তমানে তাদের চিকিৎসা চলছে।#