
#মোঃ রাসাদুদ জামান , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের নির্বাচনী এলাকায় ধানের শীষের জোয়ার সৃষ্টি করতে দিনরাত মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু। শনিবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী তিনি আত্রাই উপজেলার ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন।
শনিবার সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত রেজু ইউনিয়নের হাটুরিয়া, পাহাড়পুর মোড়, বড়শিমলা বাজার, নন্দনালী, কচুয়া ও চড়কতলাসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান এবং লিফলেট বিতরণ করেন। গণসংযোগ শেষে বিকেলে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্যে শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এই নির্বাচনের কোনো বিকল্প নেই। আমি আপনাদেরই সন্তান, সবসময় আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে আপনারা যদি ব্যালটের মাধ্যমে ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন, তবে নওগাঁ-০৬(আত্রাই- রাণীনগর) এলাকাকে একটি আধুনিক, সন্ত্রাসমুক্ত ও শান্তিময় জনপদ হিসেবে গড়ে তুলবো।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর ও মো. কামরুল হাসান সাগর,প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন তরফদার, এছাড়াও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম, যুগ্ম- আহবায়ক আশরাফুল ইসলাম লিটন, ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আকরাম হোসেন সরদার, সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, সহ-সভাপতি স. ম সাজ্জাদ হোসেন তোতা, যুগ্ম-সম্পাদক মো. ময়েনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মহসিন আলী বাদল, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রায়হান, সাধারণ সম্পাদক মো. মুকুল হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।#