
আব্দুল বাতেন, নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন–ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ উপস্থিত সবার সঙ্গে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ। বিশেষ অতিথির বক্তব্য দেন— পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, দুর্নীতি দমন কমিশন (দুদক), রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তানভীর আহমেদ সিদ্দিক, মাওলানা আব্দুল মতিন। অনুষ্ঠানে তরুণ প্রজন্মের দুই শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করেন। শুভেচ্ছা বক্তব্য দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মসিউল করিম বাবু।#