
বিশেষ প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের ধানের শীষের সম্ভাব্য প্রার্থী শেখ মোঃ রেজাউল ইসলাম (রেজু) বাদ জুম্মা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও নির্বাচনী প্রচারণা চালান।
শুক্রবার রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নের বড়খোল জামে মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হয়। পরে বড়খোল উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে উঠান বৈঠক এবং বিভিন্ন বাজারে পথসভা করেন রেজাউল ইসলাম।
পথসভায় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ধানের শীষের পক্ষে ভোট চান। একই সঙ্গে ভ্রান্ত ধর্মীয় গুজব ছড়ানোর চেষ্টা থেকে সজাগ থাকারও আহ্বান জানান। অনুষ্ঠানে রাণীনগর ও মিরাট ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।