
মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়ন স্টুডিও টেলিকম ও ফটোকপি ব্যবসায়ীদের মতবিনিময় ও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
কসবা ইউনিয়ন ব্যবসায়ী সমিতির সভাপতি মাহফুজুর রহমান মাহফুজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় – রবিবার (৯ নভেম্বর দুপুর) ১২টায় উপজেলার গোলাবাড়ি বন্ধু বাজারে অস্থায়ী কার্যালয় এই মতবিনিময় ও মাসিক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কসবা ইউনিয়ন ব্যবসায়ী সমিতির উপদেষ্টা সাংবাদিক নাজিম আল মামুন, অর্থ সম্পাদক মেহেদী হাসান রবি, সহসভাপতি, বেলাল হোসেন, সহ সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ, প্রচার সম্পাদক সনি, সদস্য রিফাত হোসেন, শাকির আলী, আব্দুল কাদির, শহিদুল ইসলাম, ইসমাইল হোসেন, তারেক রহমান, আশিক ইকবাল প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, যারা সমিতির বাইরে আছে তাদের সকলকে সমিতিতে অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানান। এছাড়াও সভায় সকলের গুরুত্বপুণ্য মতামতের ভিত্তিতে সার্বিক আলোচনা হয়।#