
# মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় গম, সরিষা, চিনাবাদাম, সূর্যমুখী, শীতকালীন পেয়াজ, মুগ ও মুসুর উৎপাদনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ ০ অক্টোবর ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে বিরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ আলীমুজ্জামান মিলন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মোহাইমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মো: পারভেজ মোশারফ উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো: মশিউর রহমান, সাংবাদিক ও সুধিজন প্রমূখ।
এ সময় গম চাষের জন্য ২ কেজি গম বীজ, সরিষার জন্য ১ কেজি, সূর্যমুখীর জন্য ১ কেজি এবং পেঁয়াজের জন্য ১ কেজি এর সাথে প্রত্যেকে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। এই কর্মসূচীর আওতায় উপজেলায় মোট ৫ হাজার ৫০০ কৃষক বীজ ও সার পাবেন।#