1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
রূপসায় প্রিমিয়ার ফুটবল লীগের ৬ষ্ঠ খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে সাবেক ছাত্রদল ঐক্য পরিষদের কার্যকরী সভা অনুষ্ঠিত কৃষকদের বাদ রেখে দেশের খাদ্য নিরাপত্তা সম্ভব নয় : খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার সাপাহারে পুনর্ভবা নদী হতে এক শিশুর মরদেহ উদ্ধার ধোবাউড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ রাজশাহী মডেল প্রেসক্লাব নির্বাচন: প্রভাব নয়, যোগ্যতায় আলো ছড়াচ্ছেন সোহাগ আলী সোনামসজিদ স্থলবন্দরে চাল আমদানিতে ধীরগতি, বাজারে দামে ঊর্ধ্বমুখী   আত্রাইয়ের কৃষকরা খুশি, পাটের দাম ন্যায্য পাওয়ায় রূপসায় জামায়াতের সংসদ সদস্য প্রার্থীর ‎প্যানা ছিড়ে ফেলেছে দুর্বৃত্তরা, নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ ‎ ‎ কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মান্দায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

 আত্রাইয়ের কৃষকরা খুশি, পাটের দাম ন্যায্য পাওয়ায়

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ বিশেষ প্রতিনিধিঃ  নওগাঁর আত্রাই উপজেলায় উৎপাদিত পাট এখন রপ্তানি হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। অনাবৃষ্টির কারণে পাট জাগ দিতে ভোগান্তি পোহাতে হলেও এবার উৎপাদন ভালো হওয়ায় এবং ন্যায্য মূল্য পেয়ে খুশি পাটচাষিরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে আত্রাইয়ে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাট চাষ হয়েছে। অন্য বছরের তুলনায় এবার পাটের দামও বেশি হওয়ায় কৃষকদের মুখে ফুটেছে হাসি। উপজেলার বিভিন্ন হাটে ঘুরে দেখা গেছে, বর্তমানে ভালো মানের পাটের দাম মণপ্রতি ৩ হাজার ২০০ টাকা এবং নিম্নমানের পাটের দাম ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৮০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। ফলে ন্যায্য মূল্য পেয়ে কৃষকদের মধ্যে পাট চাষে আগ্রহ বাড়ছে।

ভবানীপুর গ্রামের কৃষক আব্দুর রহমান বলেন, “এবার পাটের ফলন ভালো হয়েছে এবং দামও বেশ ভালো। তাই লোকসানের ভয় নেই।” খনজোর গ্রামের কৃষক টিপু সুলতান জানান, “শুরুর দিকে বৃষ্টি না হওয়ায় দুশ্চিন্তা ছিল, তবে পরে বৃষ্টি হওয়ায় ফলন ভালো হয়েছে। আগামী বছর আরও বেশি জমিতে পাট চাষ করার পরিকল্পনা করছি।”

আহসানগঞ্জ হাটে সিরাজগঞ্জ থেকে পাট কিনতে আসা ব্যবসায়ী তরিকুল আলম বলেন, “আমরা নিয়মিত এখান থেকে পাট কিনি। এবার গত বছরের তুলনায় দাম কিছুটা বেশি, তবে মানও ভালো।”

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, “গত বছরের তুলনায় এবার পাটের ফলন ও দাম—দু’টিই বেশি। কৃষকরা ন্যায্য মূল্য পেলে আগামী মৌসুমে পাট চাষে আরও আগ্রহী হবে।”

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট