1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
সমাজ উন্নয়নে নাট্য ও গীতিকার ঈশ্বরদীর সাইফুল এখন ভেজালমুক্ত সফল ফল ব্যবসায়ী  সোনামসজিদ বন্দর দিয়ে প্রথম দিনে এলো ৬০ টন ভারতীয় পেঁয়াজ বর্ণমালা ইসলামিয়া শিক্ষালয়ে শিক্ষাবর্ষ সমাপনী উৎসব অনুষ্ঠিত ‎ রূপসার নৈহাটি ইউনিয়ন ইমাম পরিষদের নবনির্বাচিত কমিটি ঘোষণা প্রেসক্লাব রূপসার নবনির্বাচিত সদস্যদের উপজেলা প্রশাসনের সাথে সৌজন্যে সাক্ষাৎ ‎ ‎ ‎ গাজীপুরের কালীগঞ্জে কর্মস্থলে ফিরে পরীক্ষা নিচ্ছেন সহকারী শিক্ষকরা নওগাঁতে এখন কুমড়া বড়ি বানানোর কাজে ব্যস্ত নারীরা সাপাহারে ‘রয়্যাল থান্ডার’ টিমের গ্র্যান্ড ওপেনিং ও জার্সি উন্মোচন নওগাঁয় বিএনপি প্রার্থীর বণার্ঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা খুলনার রূপসায় জামায়াতের যুব সম্মেলন ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

পরিবেশের ভারসাম্য রক্ষায় নওগাঁয় বৃক্ষরোপণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নওগাঁ প্রতিনিধিঃ “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”— এই স্লোগানকে সামনে রেখে নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নওগাঁ শহরের বাইপাস সড়কের গোল চত্তর এলাকায় এই বৃক্ষ রোপন ও সমাপনী অনুষ্টিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা এবং নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোটের সভাপতি সাদেকুল ইসলাম। এ সময় সহকারি কমিশনার ও নিবাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ শেষে জেলা প্রশাসক বলেন, “পরিবেশ রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। আজকের এই উদ্যোগ শুধু বৃক্ষরোপণ নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার অঙ্গীকার। আমাদের প্রত্যেককে অন্তত তিনটি করে গাছ লাগাতে হবে এবং সেটির যত্ন নিতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে সরকার, রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ সবাইকে এগিয়ে আসতে হবে।”

বিশেষ অতিথি সাংবাদিক সাদেকুল ইসলাম বলেন, “পরিবেশ বাঁচাতে গাছ লাগানোর বিকল্প নেই। শুধু রোপণ করলেই হবে না, গাছের সঠিক পরিচর্যা করাও জরুরি। নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। সাংবাদিক সমাজ সব সময় এ ধরনের ইতিবাচক কাজে পাশে থাকবে।”

অনুষ্টানের সভাপতি নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও বৃক্ষ রোপনে জাতীয় পুরস্কার প্রাপ্ত সাংবাদিক মাহমুদুন নবী বেলাল বলেন, পরিবেশ রক্ষায় সকলকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। আমরা এ মৌসুমে ফলজ বনজ ঔষধি ও শোভা বর্ধন প্রায় ১০ হাজারের মতো বৃক্ষরোপণ করতে সক্ষম হয়েছি এবং জেলার ১১ টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে প্রায় ১৫ হাজারের মতো গাছের চারা বিতরণ করা হয়েছে।

এছাড়া, নওগাঁবৃক্ষ মেলায় ‘২০২৫ এ ৭ দিনে ২ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। আমাদের এই বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট