1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবু দাসের নেতৃত্বে পুঠিয়ায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান,  ৫ জন আটক ভোলাহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন বিষয়  শিক্ষকদের সাথে মতবিনিময় শিবগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ বাংলাদেশ রেলওয়ের ঋণদান সমবায় সমিতির(সিসিএস)নির্বাচন সম্পন্ন, রাজশাহী জোনে পরিচালক পদে আবুল কাশেম বিজয়ী সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতে ৪ জন ব্যবসায়ীকে জরিমানা শ্যামনগরে রোডস এন্ড হাইওয়ের উচ্ছেদ অভিযান, নিঃস্ব পরিবারের চরম দুর্ভোগ রূপসায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল অনুষ্ঠিত পত্নীতলায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত  পশ্চিমাঞ্চলের রেলওয়ে রাজশাহীর সাবেক দু’ জিএমসহ ১৮ জনের বিরুদ্ধে দুদকে মামলা

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় করণীয় নির্ধারণ

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোদাগাড়ী (রাজশাহী)প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় স্থানীয় পর্যায়ে করণীয় নির্ধারণে অনুষ্ঠিত হলো ইউনিয়ন সুশীল সমাজ সংগঠন (সিএসও)-এর ত্রৈমাসিক সভা ১৫ অক্টোবর বুধবার মাটিকাটা ইউনিয়ন পরিষদ ভবনে সভাটি আয়োজন করে ডাসকো ফাউন্ডেশন, ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় বাস্তবায়িত এনগেজ (ENGAGE) প্রকল্পের উদ্যোগে।

সভায় সভাপতিত্ব করেন মোসাঃ হালিমা বেগম, এবং সঞ্চালনা করেন ফিল্ড ফ্যাসিলিটেটর মোসা. রোকসানা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন এম. কে. বাসার, মোঃ রোকনুজ্জামান, মোঃ দেলসাদ আলী, শ্রী সুধীর পালসহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগণ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন এখন শুধুমাত্র পরিবেশগত সংকট নয় এটি মানবাধিকার, জীবিকা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার জন্যও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে নারী, শিশু, যুব এবং আদিবাসী জনগোষ্ঠী সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে। তারা স্থানীয় পর্যায়ে পরিবেশবান্ধব উদ্যোগ, জনসচেতনতা বৃদ্ধি এবং অভিযোজনমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় জানানো হয়, বাংলাদেশে সুশাসন, মানবাধিকার, গণতন্ত্র এবং টেকসই উন্নয়নে স্বাধীনভাবে অবদান রাখার জন্য স্থানীয় সিভিল সোসাইটি সংগঠনগুলোর (১০৯টি) সক্ষমতা বৃদ্ধি করাই এনগেজ (ENGAGE) প্রকল্পের সামগ্রিক লক্ষ্য। নারী, যুব এবং আদিবাসী নেতৃত্বাধীন সক্রিয় স্থানীয় সিভিল সোসাইটি সংগঠনগুলো যেন টেকসইভাবে — জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের কারণে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যকর, পরিষ্কার ও নিরাপদ পরিবেশের অধিকার সুরক্ষায় ভূমিকা রাখতে পারে, এবং নিম্ন-কার্বন নিঃসরণকারী ও জলবায়ু সহনশীল সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে যেতে পারে এই উদ্দেশ্যেই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

সভা শেষে অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম, স্কুলভিত্তিক পরিবেশ শিক্ষা, এবং বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখার বিষয়ে মত দেন।

উল্লেখ্য, ডাসকো ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশের উত্তরাঞ্চলে সুশাসন, মানবাধিকার, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় পরিচালিত এনগেজ (ENGAGE) প্রকল্পের মাধ্যমে স্থানীয় সুশীল সমাজ সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম চলমান রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট